× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

উচ্ছ্বসিত মিমি

বিনোদন

স্টাফ রিপোর্টার
৩১ জুলাই ২০২১, শনিবার

প্রথমবার মৈনাক ভৌমিকের ছবির নায়িকা হচ্ছেন মিমি চক্রবর্তী। ছবির নাম ‘মিনি’। চমকের শেষ এখানেই নয়, এই ছবির সঙ্গে প্রযোজনায় হাতেখড়ি হচ্ছে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর। সঙ্গে থাকছেন রাহুল ভঞ্জ, দু’জনের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ‘মিনি’। আপতত লোকসভার বাদল অধিবেশন নিয়ে ব্যস্ত মিমি চক্রবর্তী, রয়েছেন দিল্লিতে। এর মাঝেই সুখবর দিলেন তারকা সংসদ সদস্য। নামেই স্পষ্ট পুরোদস্তুর নারীকেন্দ্রিক ছবি হতে চলেছে ‘মিনি’। ‘মিনি’ নিয়ে উচ্ছ্বসিত মিমি।
এই রকম চরিত্রে আগে কোনোদিন তাকে দেখা যায়নি, স্পষ্ট জানালেন মিমি। অভিনেত্রীর কথায়, প্রথমবার মৈনাকের সঙ্গে কাজ করতে পেরে আমি দারুণ এক্সাইটেড। ক্রিসক্রস ছবির চিত্রনাট্যটা মৈনাকের লেখা, সেই সময় অনেক আলোচনা হয়েছিল। এরপর এই লকডাউনে আমাকে মিনির চিত্রনাট্যটা পড়ে শোনায় মৈনাক। এ রকম চরিত্রে আগে আমায় কেউ দেখেনি। আমাদের ইন্ডাস্ট্রিতে এমনিতেই নারীকেন্দ্রিক চরিত্র কম হয়। সেদিক থেকে এই ছবি ব্যতিক্রম। কেমন মেয়ে মিনি? মিমির কথায়, যে ভীষণরকমভাবে আজকের জেনারেশনের মেয়ে, কিন্তু পরিবারের প্রতি দায়িত্বশীল। যে স্বাধীনচেতা কিন্তু একইসঙ্গে ওর জীবনের বিরাট অংশ ওর পরিবার। সম্পর্কগুলোকে সে আগলে রাখে। কিন্তু কিছু ঘটনা ওর জীবনকে বদলে দেবে। মৈনাকের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি, শুনেছি ও খুব সেটে ভীষণ কুল থাকে। পরিচালক মৈনাক ভৌমিক জানালেন, এটা একটা টক-ঝাল-মিষ্টি সম্পর্কের ছবি। যেখানে এক স্বাধীনচেতা মেয়ের দায়িত্ববোধ, মূল্যবোধের কাহিনী ফুটে উঠবে। মিমির সঙ্গে প্রথমবার কাজ করতে মুখিয়ে রয়েছি। কবে শুরু হবে এই ছবির শুটিং? জানা গেছে দিল্লি থেকে ফিরে এসে মিমি অরিন্দম শীলের ‘খেলা যখন’ ছবির শুটিং করবেন। এই ছবি শেষ হলে হবে ‘মিনি’-র শুটিং। তবে করোনার তৃতীয় ঢেউ-এর ওপর অনেকটাই নির্ভর করছে। এদিকে, বক্স অফিসে মৈনাকের তৈরি শেষ ছবি ছিল ‘চিনি’, আপাতত ‘একান্নবর্তী’র পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত মৈনাক। গত সপ্তাহেই এই ছবির শুটিং শেষ করেছেন পরিচালক। ছবির প্রযোজক রাহুল ভঞ্জ বললেন, মিনি নিয়ে মোট ৬টি ছবি করার কথা রয়েছে আমাদের। সবক’টি গল্পেরই প্রধান বিষয়বস্তু সম্পর্ক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর