× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মনোযোগী ফারিয়া

বিনোদন

স্টাফ রিপোর্টার
৩১ জুলাই ২০২১, শনিবার

করোনার প্রকোপ বাড়ায় নিজেকে ঘরবন্দি করে রেখেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে এই সময়টা ঘরে থেকেই কাজে লাগানোর চেষ্টা করছেন। বর্তমানে তিনি শরীরচর্চায় মনোযোগ দিয়েছেন। শরীরের প্রয়োজন অনুযায়ী খাদ্য গ্রহণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই জিমে শরীর চর্চার ছবি, ভিডিও শেয়ার করেন নুসরাত ফারিয়া। শরীরচর্চা তাকে যে সবসময়ই চাঙ্গা রাখে এমন বার্তাই তিনি দেন সেখানে। নুসরাত ফারিয়া মনে করেন, শরীরচর্চা শুধু যে ফিটনেস ধরে রাখে তাই নয় বরং মানসিকভাবেও সুস্থ রাখে তাকে। পাশাপাশি ইতিবাচক চিন্তা-ভাবনা বাড়ায়।
তিনি বলেন, খাবার এবং পানীয় দু’টি বিষয়েই আমি সমান সতর্ক। এতে শরীর যেমন সুস্থ থাকে, ঠিক তেমনই ত্বক এবং চুলের স্বাস্থ্যও ভেতর থেকে ঝলমলে হয়। এদিকে নুসরাত ফারিয়ার ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, পাতাল ঘর’ ছবিগুলো এখনো মুক্তির অপেক্ষায়। তার বেশকিছু কাজও আটকে আছে করোনার কারণে। গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় লাস্যময়ী এই নায়িকা ‘গুনিন’ শিরোনামের একটি ওয়েব সিরিজের শুটিং শুরু করেছিলেন লকডাউনের আগেই। কিছু অংশের শুটিং হলেও বাকি রয়েছে বেশকিছু অংশ। আগামী মাসেই বাকি অংশের শুটিং হওয়ার কথা। এই সিরিজে ৫০ বছর আগের গ্রামীণ সমাজের এক নারীর চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তার চরিত্রের নাম রাবেয়া। এছাড়া, শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ছবি ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করছেন তিনি। মুম্বইয়ে এই ছবির বেশকিছু অংশের শুটিং হয়ে গেছে। বাংলাদেশের পর্বের কাজ এখন বাকি। সব ঠিকঠাক থাকলে খুব শিগগিরই শুরু হওয়ার কথা এই ছবির শুটিংয়ের কাজ। সব মিলিয়ে নিজেকে শুটিং করার জন্য প্রস্তুত করছেন নুসরাত ফারিয়া। যাতে করে ডাক আসার পর পরই কাজে নেমে পড়তে পারেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর