× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সহোদরের খেলা দেখে কাটছে স্টার্কের কোয়ারেন্টিন

খেলা

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২১, শনিবার

কোয়ারেন্টিন নতুন নয় ক্রিকেটারদের জন্য। করোনার কারণে দীর্ঘ সময় ধরে চলা এই প্রক্রিয়ায় অভ্যস্ত খেলোয়াড়রা। এতে সময় পার করতে বিভিন্ন উপায় বেছে নেন তারা। হোটেলে নিভৃতবাসের একাকিত্ব কাটাতে মিচেল স্টার্ক দেখছেন টোকিও অলিম্পিকস। দেখবেনই না কেন? তারই সহোদর ব্র্যান্ডন স্টার্ক খেলছেন গ্রেটেস্ট শো অন আর্থ-এর এবারের আসরে।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশে পৌঁছে সরাসরি হোটেল-বন্দি হয়েছেন অজি ক্রিকেটাররা। তিনদিন রুম কোয়ারেন্টিন শেষে আগামী রোববার অনুশীলনে নামবে অজি দল।
স্টার্কের ভাই ব্র্যান্ডন যে অ্যাথলেট সেটা মোটামুটি সবারই জানা।
টোকিও অলিম্পিকসে অস্ট্রেলিয়ার জার্সিতে অংশ নিয়েছেন এই হাই জাম্পার। গতকাল (৩০শে জুলাই) অ্যাথলেটিকস ইভেন্টের প্রথম দিনে বাছাইপর্ব পার করেন ব্র্যান্ডন। আগামী রোববারের ফাইনালে ১৩ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের রুমে বসে নিজের আইপ্যাডে ভাইয়ের পারফরম্যান্স দেখছিলেন স্টার্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে সহোদর ব্র্যান্ডনের ছবি পোস্ট করে অজি পেসার লিখেছেন, ‘আইসোলেশনে সবচেয়ে বড় ইতিবাচক দিক হচ্ছে ব্র্যান্ডনকে অলিম্পিকে দেখা। যাও তাদের হারিয়ে দাও!’
আগামী ৩রা আগস্ট শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি ম্যাচগুলো হবে ৪, ৬, ৭ ও ৯ই আগস্ট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর