× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ভেঙে গেল ‘গোল্ডেন স্লাম’ স্বপ্ন

খেলা

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২১, শনিবার

আর দুই কদম বাকি ছিল তার। তাহলে বিরল এক গৌরবের সম্ভাবনা উজ্জ্বল হতো আরও। কিন্তু পারলেন না নোভাক জকোভিচ। টোকিও অলিম্পিকের পুরুষ একক টেনিসের সেমিফাইনাল থেকেই বিদায় নিলেন বিশ্বের একনম্বর খেলোয়াড়।

টেনিস ইতিহাসে ‘গোল্ডেন স্লাম’ কীর্তি রয়েছে কেবল স্টেফি গ্রাফের। ১৯৮৮ সালে চারটি গ্র্যান্ড স্লাম শিরোপার সঙ্গে অলিম্পিকসে মেয়েদের একক ইভেন্টের স্বর্ণ পদক জেতেন এই জার্মান তারকা। এবার পুরুষ টেনিসে এমন গৌরবের সামনে ছিলেন নোভাক জকোভিচ। চলতি বছর তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে অলিম্পিকের কোর্টে পা রেখেছিলেন এ সার্বিয়ান। দাপুটে নৈপুণ্যে টোকিও অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছেন জকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জেতার পর টোকিও অলিম্পিকেও জকোভিচ ছিলেন দুর্বার।
স্বাগতিক তারকা কেই নিশিকোরিকে উড়িয়ে দিয়ে পুরুষ এককের সেমিফাইনালে পৌঁছেন জকোভিচ। তবে শেষ চারের লড়াইয়ে জার্মানির আলেকজান্ডার জেভরেভের সঙ্গে পারলেন না তিনি। ৬-১, ৩-৬, ১-৬ ব্যবধানে হেরে অলিম্পিক থেকে বিদায় নিলেন নাদাল-ফেদেরারের সমান ২০টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক।

অপেক্ষার অবসান এমা টুইগের
অপেক্ষার অবসান ঘটলো। স্বর্ণ জিতলেন এমা টুইগ। টোকিও অলিম্পিকের রোয়িংয়ে মেয়েদের সিঙ্গেলস স্কালস ফাইনালে প্রথম হয়েছেন তিনি। স্বপ্নপূরণে ৭ মিনিট ১৩.৯৭ সেকেন্ড সময় নিয়েছেন নিউজিল্যান্ডের অ্যাথলেট। ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হলেও অলিম্পিকে ছিলেন বিবর্ণ। গত দুই অলিম্পিকে কোনো পদকই জিততে পারেননি তিনি। গতকাল স্কালস ফাইনালে দ্বিতীয় হয়েছেন রাশিয়ার হানা প্রাকাটসেন। তৃতীয় হয়েছেন অস্ট্রিয়ার মাহদালেনা লোবনিগ।

রোয়িংয়ে ডাবল রেকর্ড এনতুসকোসের
স্বর্ণ জিতে জোড়া রেকর্ড গড়েছেন গ্রিসের স্টেফানোস এনতুসকোস। রোয়িংয়ে প্রথম গ্রিক অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সোনা জিতলেন। একইসঙ্গে অলিম্পিক রেকর্ডও গড়েছেন এনতুসকোস। ছেলেদের রোয়িংয়ের সিঙ্গেলস স্কালস ফাইনালে জিততে ৬ মিনিট ৪০.৪৫ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। অলিম্পিকের ইতিহাসে যা সবচয়ে কম সময়। ফাইনালে নরওয়ের কিয়েতিল বোরশ হয়েছেন দ্বিতীয়। তৃতীয় হয়েছেন দামির মার্টিন।

ব্যাকস্ট্রোকে রাইলভের ‘ডাবল’
ব্যাকস্ট্রোক সাঁতারে জয় জয়কার রাশিয়ার এভগেনি রাইলভের। ১০০ মিটারের সোনা জয়ের পর ২০০ মিটারেও বাজিমাত করলেন তিনি। চ্যাম্পিয়ন হওয়ার পথে ১ মিনিট ৫৩.২৭ সেকেন্ড সময় নিয়েছেন রাইলভ। ১০০ মিটার ব্যাকট্রোকে ব্রোঞ্জ জিতলেও ২০০ মিটারে রৌপ্য পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের রায়ান মারফি।

‘পারিবারিক আক্ষেপ’ মেটালেন এমা ম্যাককিওন
মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জয় করেছেন এমা ম্যাককিওন। টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে গতকাল ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫১.৯৬ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়ে সোনা জেতেন ম্যাককিওন। এবারের অলিম্পিক সাঁতার থেকে এটি অস্ট্রেলিয়ার পঞ্চম স্বর্ণ পদক ।
এমা ম্যাককিওনের বাবা রন ম্যাককিওনও ছিলেন সাঁতারু। ১৯৮০ ও ১৯৮৪ অলিম্পিকস সাঁতারে অংশ নিয়ে পৌঁছতে পারেননি পদকের লড়াই পর্যন্ত। এমার দুই বছরের বড় ভাই ডেভিড ম্যাককিওন ২০১২ অলিম্পিকসে বাদ পড়েন ৪০০ মিটার ফ্রি স্টাইলের হিট থেকে। পারিবারিক সেই অপ্রাপ্তির আক্ষেপটা ঘুচিয়েছেন এমা ম্যাককিওন। ইভেন্টটিতে রৌপ্য পদক জিতেছেন হংকংয়ের সিওভান হগি। ব্রোঞ্জ জিতেছেন আরেক অস্ট্রেলিয়ান কেট ক্যাম্পবেল। আসরে এর আগে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জেতেন অস্ট্রেলিয়ার আরেক ম্যাককিওন (কাইলি)।
সাইক্লিংয়ে ভাঙা হাঁটু নিয়েই বাজিমাত
ভাঙা হাঁটু নিয়ে রেসে নেমেছিলেন নিয়েক কিমান। তবে চোট সমস্যা আটকাতে পারেনি নেদারল্যান্ডসের এই অ্যাথলেটকে। ছেলেদের সাইক্লিংয়ে বিএমএক্স রেসিং ইভেন্টে সোনা জিতেছেন কিমান। রৌপ্য পদক পেয়েছেন বৃটেনের কাই হোয়াইট। কলম্বিয়ার কার্লোস আলবের্তো রামিরেজ জিতেছেন ব্রোঞ্জ।

অলিম্পিকে দ্বিতীয় পদক নিশ্চিত ভারতের
টোকিও অলিম্পিকে দ্বিতীয় পদক নিশ্চিত হয়েছে ভারতের। গতকাল মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) ইভেন্টের সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেন লভলিনা। কোয়ার্টার ফাইনালে তিনি পরাজিত করেন চাইনিজ তাইপের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার নিয়েন-চিন চেনকে। সেমিফাইনালে লভলিনা রিংয়ে নামবেন তুরস্কের সুসেনাজ সুরমেনেলির বিপক্ষে।
লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী মেরি কমকে নিয়ে প্রত্যাশা ছিল ভারতীয় ক্রীড়ামহলের। দারুণ লড়াই চালিয়েও শেষ ষোলো থেকে বিদায় নেন মেরি কম। শুক্রবারই মেয়েদের বক্সিং থেকে ছিটকে গিয়েছেন আরেক ভারতীয় সিমরনজিৎ কউর। ভারোত্তোলক মিরাবাঈ চানুর (রুপা) পর ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত হলো লভলিনার নৈপুন্যে।
কোয়ার্টার ফাইনালের প্রথম রাউন্ডে তিন বিচারকের আস্থা অর্জন করেন লভলিনা। তিনি প্রথম রাউন্ডে লিড নেন ১০-৯, ৯-১০, ৯-১০, ১০-১০, ১০-৯ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে পাঁচ বিচারককেই নিজের পারফরম্যান্স দিয়ে খুশি করেন ভারতীয় বক্সার। তিনি দ্বিতীয় রাউন্ডে লিড নেন ১০-১০, ১০-৯, ১০-১০, ১০-৯, ১০-১০ ব্যবধানে। তৃতীয় রাউন্ডে চারজন বিচারকের আনুকূল্য পেয়ে যান লভলিনা। তৃতীয় রাউন্ডের স্কোর ১০-১০, ১০-৯, ৯-১০, ১০-১০, ১০-৯। সার্বিকভাবে লভলিনা কোয়ার্টার ফাইনাল জেতেন ৩০-২৭, ২৯-২৮, ২৮-২৯, ৩০-২৭, ৩০-২৭ ব্যবধানে।

শীর্ষে চীন
স্পোর্টস ডেস্ক
অলিম্পিক গেমসের অষ্টম দিন শেষে পদক তালিকার শীর্ষে চীন। ১৮ স্বর্ণ, ৯ রৌপ্য ও ১১ ব্রোঞ্জসহ চীন জিতেছে ৩৮টি পদক। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। ১৭ স্বর্ণ, ৪ রুপা ও ৭ ব্রোঞ্জসহ মোট ২৮টি পদক জিতেছে স্বাগতিক দেশটি। তিনে যুক্তরাষ্ট্র। ১৪ সোনা, ১৬ রুপা ও ১১ ব্রোঞ্জ নিয়ে এখন পর্যন্ত আসরে সবচেয়ে বেশি ৪১টি পদক জিতেছে মার্কিনরা।
আরওসির (রাশিয়ান অলিম্পিক কমিটি) পদক ৩৪টি। ১০ স্বর্ণ, ১৪ রৌপ্য ও ১০ ব্রোঞ্জ নিয়ে চারে অবস্থান রুশ দলের। গ্রেট বৃটেনের পদক সংখ্যা ২৪। ৬ স্বর্ণ ও ৯টি করে রৌপ্য-ব্রোঞ্জ নিয়ে ষষ্ঠস্থানে রয়েছে বৃটিশরা। ৯টি সোনা নিয়ে পঞ্চম স্থানে অস্ট্রেলিয়া। দেশটির ২২টি পদকের মধ্যে রয়েছে ২ রুপা ও ১১টি ব্রোঞ্জও।
পদক তালিকা
দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
চীন ১৮ ৯ ১১ ৩৮
জাপান ১৭ ৪ ৭ ২৮
যুক্তরাষ্ট্র ১৪ ১৬ ১১ ৪১
আরওসি ১০ ১৪ ১০ ৩৪
অস্ট্রেলিয়া ৯ ২ ১১ ২২
গ্রেট বৃটেন ৬ ৯ ৯ ২৪
বাংলাদেশ ০ ০ ০ ০
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর