× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দেলদুয়ারে ৪২৫ পিস ইয়াবাসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলারজমিন

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, শনিবার

টাঙ্গাইলের দেলদুয়ারে ৪২৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার লাউহাটী ইউনিয়নের এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে র‌্যাব-১২, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩, তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- মির্জাপুর উপজেলার ফতেপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. আবির হোসেন (২২) ও একই উপজেলার কালামজানী গ্রামের মো. ময়নাল হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন (২২)। দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (তদন্ত) বাহালুল খান বাহার জানান, লাউহাটী বাজার এলাকায় ২ যুবক প্রকাশ্যে মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক টাঙ্গাইল র‌্যাব কোম্পানি কমান্ডারকে অবগত করা হয়। র‌্যাব ইয়াবাসহ ২ যুবককে গ্রেপ্তার করে মামলা দিয়ে থানায় সোপার্দ করেন। এ ব্যপারে গতকাল দেলদুয়ার থানায় মামলা হয়েছে। আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর