× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দিরাইয়ে ইজিবাইকের ব্যাটারি চুরির হিড়িক

বাংলারজমিন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, শনিবার

সুনামগঞ্জের দিরাইয়ে ৯টি ইজিবাইক থেকে ২৯টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দিরাই পৌর শহরের দাউদপুর এলাকায় মির্জা হোসেন তালুকদারের গ্যারেজে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে মির্জা হোসেন তালুকদার বাদী হয়ে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, দিরাই দাউদপুর এলাকায় ইজিবাইকের গ্যারেজ পরিচালনা করেন পার্শ্ববর্তী রাধানগর গ্রামের বাসিন্দা মির্জা হোসেন তালুকদার। বেশ কয়েকজন ইজিবাইক মালিক ভাড়ায় ওই গ্যারেজে রাতের বেলা ইজিবাইক রেখে যান। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মির্জা হোসেন গ্যারেজ তালাবন্ধ করে বাড়ি যান। গতকাল ভোর ৫টার দিকে গ্যারেজে এসে ব্যাটারি চুরির বিষয়টি বুঝতে পারেন। মির্জা হোসেন তালুকদার বলেন, গ্যারেজের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
মোট ১৬টি ইজিবাইক ছিল। এর মধ্যে ৯টি ইজিবাইক থেকে প্রায় ৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ২৯টি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান ইজিবাইকের ব্যাটারি চুরির বিষয়ে অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি হওয়া ব্যাটারি উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর