× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

কবিতা / বন্ধুত্ব

অনলাইন

শহীদুল্লাহ ফরায়জী
(২ বছর আগে) জুলাই ৩১, ২০২১, শনিবার, ৮:৫৫ অপরাহ্ন

(বন্ধুত্ব দিবসে নৈবদ্য)



বন্ধুত্ব মানে 
দুই দেহে এক হৃদয়
এক হৃদয়ে রক্তক্ষরণ
অন্য হৃদয়ে বয়
এক হৃদয়ে দীর্ঘশ্বাস
অন্য হৃদয় ক্ষয়

বন্ধুত্ব মানে 
মন্ত্রমুগ্ধ হৃদয়
অনুভূতির আত্মীয়
বন্ধুত্ব মানে 
অন্তহীন বিস্ময়

বন্ধুত্ব মানে
দূরে থেকেও পরস্পর 
মুখোমুখি হয়
ভালোবাসা বদলায় 
বন্ধুত্ব নয়

বন্ধুত্ব মানে
দীর্ঘ সময়
জীবনের কাছে আশ্রয়
পার্থক্য শুধু হৃদস্পন্দনে
মনেপ্রাণে নয়
   
বন্ধুত্ব মানে
একজনের ছায়ায়
আরেকজন হেঁটে বেড়ায়
একজনের সৌন্দর্য
অন্যের সত্তায় দেখা যায় 

বন্ধুত্ব অনবরত কথা বলে
গভীর নীরবতায়
বন্ধুত্বের বসবাস
আত্মার চূড়ায়

বন্ধুত্ব মানে 
ভালোবাসা ভাগাভাগি হয় 
শূন্যতায় আনন্দময়
প্রতীক্ষায় ছন্দময়

বন্ধুত্বে কেবল অবিরাম 
স্বপ্ন বপন হয়
বন্ধুত্ব কেবল 
শুরু হয় শেষ নয়।

৩১.০৭.২০২১
উত্তরা ঢাকা
[email protected]
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর