অনলাইন
করোনায় আরও ২৩১ জনের মৃত্যু,শনাক্ত ১৪,৮৪৪
স্টাফ রিপোর্টার
২০২১-০৮-০১
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৯১৬ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮৪৪ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৪ জন এবং এখন পর্যন্ত ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৬৯১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৪৮১টি নমুনা সংগ্রহ এবং ৪৯ হাজার ৫২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৬৯১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৪৮১টি নমুনা সংগ্রহ এবং ৪৯ হাজার ৫২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।