× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

তদন্ত কমিটি গঠন / দেলদুয়ারে ভ্যাকসিন ছাড়াই পুশ করা হলো সুঁচ

প্রথম পাতা

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
২ আগস্ট ২০২১, সোমবার

টাঙ্গাইলের দেলদুয়ারে করোনাভাইরাসের ভ্যাকসিন পুশ নিয়ে চলছে উত্তেজনা। দায়িত্ব পালনকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২নং বুথে টিকা দিচ্ছিলেন সহকারী স্বাস্থ্য
পরিদর্শক সাজেদা আফরিন। এ সময় সাজেদা টিকা গ্রহণকারিদের শরীরে শুধু সুঁচ পুশ করে ভ্যাকসিন প্রবেশ না করিয়ে সিরিঞ্জ ফেলে দিতে দেখে ফেলেন এক যুবক। ঘটনাটি আবাসিক চিকিৎসক ডা. শামিমকে জানানো হলে তিনি পরিত্যক্ত সিরিঞ্জগুলো সংবাদকর্মীদের সামনে বাছাই করে ২০টা সিরিঞ্জের ভেতর সম্পূর্ণ ভ্যাকসিনের উপস্থিতি দেখতে পান এবং তিনি নিশ্চিত হন সুঁচ পুশ করা হলেও ভ্যাকসিন শরীরে প্রবেশ করানো হয়নি। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ বাহালুল খান বাহার ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, বিষয়টি স্বাস্থ্য বিভাগের। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ প্রসঙ্গে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন বলেন, অনেক লোকের চাপ ছিল।
অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটে গেছে। আবাসিক চিকিৎসক আরএমও ডা. শামিম বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আলামত সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা সহকারী সিভিল সার্জন ডা. মো. শামিম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর