× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

লক্ষ্মীপুরে লকডাউন না মানায় ১০ দিনে ৬৫৮টি মামলা

বাংলারজমিন

লক্ষ্মীপুর প্রতিনিধি
৩ আগস্ট ২০২১, মঙ্গলবার

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও একই উপজেলায় মাদ্রাসা শিক্ষক আবু বকর সিদ্দিক মারা গেছেন। রাতে লক্ষ্মীপুর থেকে ঢাকা নেয়ার পথে মারা যান তারা। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৭৬ জন। এর মধ্যে জুলাই মাসে মারা গেছে ২২ জন।  এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫০৩ নমুনা পরীক্ষায় করোনা  শনাক্ত হয়েছেন ২০৭ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬শ’ ৭৬ জন।
এদিকে লক্ষ্মীপুরে মজুচৌধুরীরহাট ফেরিঘাটে গত দুইদিনের তুলনায় ঢাকামুখী যাত্রীদের চাপ কম রয়েছে। তবে ফেরিঘাটে যাত্রীদের চাপ কম থাকলেও সড়কে চলাচল করছে সকল ধরনের গণপরিবহন। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি।
আগের মতো প্রশাসনের নজরদারি নেই বলে অভিযোগ করেন স্থানীয়রা। কঠোর লকডাউন বা সরকারি বিধি-নিষেধ নেই বললেই চলে।
হাট-বাজার সবখানে মানুষের ভিড় লেগে আছে। বেশির ভাগ মানুষের মুখে নেই মাস্ক।
সরকারি বিধি-নিষেধ বা কঠোর লকডাউন অমান্য করায় গত ১০ দিনে লক্ষ্মীপুরে ৬৫৮টি মামলায় প্রায় ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা না মানায় গত ১০ দিনে ৬৫৮ জনকে এ অর্থদণ্ড করা হয় বলে জানান জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ।
সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের গঠিত ১৮টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেটরা।
জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্‌ফার বলেছেন, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।  ৫০৩ টি নমুনা পরীক্ষায় ২০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে জুলাই মাসে। জুলাই মাসে ৬ হাজার ৬শ’ ১৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২ হাজার ১শ’ ৮৮ জন। গড়ে শনাক্ত ছিল ৩১:১। আগস্টের দুইদিনে শনাক্তের পরিমাণ বেড়ে দাঁড়াই ৪১। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জেলা স্বাস্থ্যবিভাগের।
পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, সরকারি বিধি-নিষেধ কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। যারা বিধি-নিষেধ মানছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ বিষয়ে কঠোর অবস্থানে পুলিশ।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ বলেন, লকডাউন বাস্তবায়ন করতে জেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে নিয়োজিত রয়েছেন। লকডাউনের ১০দিনে ৬৫৮টি মামলায় প্রায় সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। এটি অব্যাহত থাকবে। যদি কেউ সরকারি নির্দেশনা অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর