× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কালীগঞ্জে করোনায় মৃতদের জানাজা-সৎকারে ৭ আলেম

বাংলারজমিন

তোফাজেল হোসেন তপু, কালীগঞ্জ (ঝিনাইদহ) থেকে
৩ আগস্ট ২০২১, মঙ্গলবার

পরিবার যখন ফেলে রেখে যায় ঠিক তখন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনায় মৃতদের জানাজা ও সৎকার করার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ৭ জন আলেম। জানা গেছে, কালীগঞ্জ শহরের মাওলানা রুহুল আমীন, মাওলানা আতাউর রহমান, মাওলানা ইয়াছিন আলী, মাওলানা ফারুক নোমানী, হাফেজ হেদায়েত উল্লাহ, হাফেজ হাবিবুর রহমান ও হাফেজ আসাদুজ্জামান মিলে ৭ সদস্যের টিম গঠন করেন। এরপর তারা আশপাশের এলাকায় করোনায় মৃত ব্যক্তিদের জানাজা ও দাফনকার্য সম্পন্ন করার কাজ শুরু করেন। স্থানীয়রা জানায়, করোনা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সহযোগিতা ও মৃত ব্যক্তিদের নিজ উদ্যোগে দাফনকার্য সম্পন্ন করেন। এছাড়াও উপজেলার হিন্দু ও খ্রিস্টান ধর্মের কোনো লোক করোনা আক্রান্ত হয়ে মারা গেলে তাদেরও সৎকার করার জন্য কাজ করেন ওই ৭ আলেম। কালীগঞ্জ শহরের আড়পাড়া হিন্দু পরিবারের ছেলে বিমল মল্লিক করোনায় মারা গেলে তার সৎকার করে এলাকায় বেশ প্রশংসিত হন ওই ৭ আলেম। মাওলানা রুহুল আমীন বলেন, করোনায় মারা যাওয়া ব্যক্তিকে পরিবার নিতে চায় না। এ সময় আমরা শরীয়াহ মোতাবেক জানাজা পড়িয়ে দাফনকার্য সম্পন্ন করে থাকি।
কোনো সহায়তা ছাড়া এ কাজ করে থাকি আমরা। মাওলানা ফারুক নোমানী বলেন, আমরা করোনা ও উপসর্গে মারা যাওয়া ২৩ জনকে দাফন করেছি। ঝিনাইদহ জেলা প্রশাসকের সহযোগিতায় আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিয়েছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর