× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

খানসামায় আগুনে পুড়ে ১৭ ঘর ভস্মীভূত

বাংলারজমিন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
৩ আগস্ট ২০২১, মঙ্গলবার

দিনাজপুরের খানসামা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৬টি পরিবারের ১৭টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুরে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের চকরামপুর গ্রামের মাঝাপাড়ায়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, দুপুর ১টার পর চকরামপুর গ্রামের মাঝাপাড়ার ভূপেন্দ্রনাথ রায়ের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। একে একে ১৭টি বসতঘর, গোয়ালঘর, রান্নাঘর ও ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এদিকে, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

খানসামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মমতাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ঘর থেকে অনেক জিনিসপত্র বের করতে পেরেছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তিনি আরও জানান, কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর