× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বাজিতপুরে ২৪ ঘণ্টায় ২৪ জন আক্রান্ত

বাংলারজমিন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৩ আগস্ট ২০২১, মঙ্গলবার

ক্রমেই বাড়ছে বাজিতপুরে করোনা সংক্রমণ। ঠাঁই নেই হাসপাতালগুলোতে। ইতিমধ্যে এ উপজেলায় মারা গেছেন ১২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরো ২৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. জামালউদ্দীন। প্রতিদিনই বাড়ছে রোগী। করোনার উপসর্গ নিয়েও আসছে রোগী।
সেইসঙ্গে অনেক রোগী ভর্তি হচ্ছেন বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসতালে। ভর্তি হচ্ছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালেও। তারপরও পরিপূর্ণভাবে লকডাউন মানছে না মানুষ। মানছে না স্বাস্থ্যবিধিও। গ্রাম এলাকায় প্রশাসনের তদারকি না থাকার কারণে চায়ের স্টলে উপচে পড়া ভিড়। কারোর মুখে মাস্ক নেই। শহরে প্রশাসনের কড়াকড়ি থাকার ফলে নানা অজুহাতে লোকজন চলে আসছে গ্রামে। আড্ডা বসাচ্ছে গ্রামের চায়ের স্টলগুলোতে। অপেক্ষাকৃত পশ্চাৎপদ শিক্ষাহীন মানুষজন মানতে নারাজ করোনাকে। তাদের ভাষায় ‘করোনা সরহার আনছে, আমরার মতোন গরিব মাইনচেরে মারবার লাগি।’ কোনোভাবেই বোঝানো যাচ্ছে না করোনা থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। ওয়াকিবহাল মহলের দাবি, গ্রামের চায়ের স্টলগুলোতে প্রশাসনের নজরদারি অত্যাবশ্যক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর