× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগে গৃহদাহ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
৩ আগস্ট ২০২১, মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলামকে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে দলের সভায়। আর পুলিশের তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেয়া হবে। গতকাল শোক দিবস পালনে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গত শনিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার তার বাসায় আগুন দেয়ার ঘটনায় সৈয়দ নজরুলকে আসামি করে থানায় মামলা করেন। গতকাল ভার্চ্যুয়ালি দলের সভায় মামুনের বাসায় আগুন দেয়ার প্রসঙ্গ ওঠে। জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মামুন নিরপেক্ষ তদন্তের স্বার্থে নজরুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানালে জেলা কমিটির বিভিন্ন পদের নেতারা  তাদের বক্তব্য তুলে ধরেন। পরে মামুনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার আপত্তিকর মন্তব্য করার বিষয়ে নজরুলকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়। ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে হবে তাকে।
তবে পুলিশের তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা বেরিয়ে এলে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, মজিবুর রহমান বাবুল, প্রিন্সিপাল আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মঈন উদ্দিন মঈন, গোলাম মহিউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন। এর আগে শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মামুনের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ওইদিন রাতেই তিনি সৈয়দ নজরুলকে একমাত্র আসামি করে তার বাসায় অগ্নিসংযোগের মামলা দেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, মামলার এজহারে অগ্নিকাণ্ডের ঘটনায় সৈয়দ নজরুল জড়িত বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার আগে সৈয়দ নজরুল  আল মামুন সরকার ও তার পরিবার সম্পর্কে ফেসবুক স্ট্যাটাসে আপত্তিজনক মন্তব্য করেন বলেও এজহারে বলা হয়েছে। ওসি জানান, মামলাটি নথিভুক্ত করে তারা তদন্তকাজ শুরু করেছেন। অগ্নিকাণ্ডের মূল উৎসসহ সবকিছু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, তিনি সবসময়ই নাশকতার বিরুদ্ধে।  তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আল মামুন সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি  এবং তদন্তে যেই অপরাধী হোক তার শাস্তি দাবি করেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর