× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

রেজাউল করিম মন্টুর বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলারজমিন

বগুড়া প্রতিনিধি
৩ আগস্ট ২০২১, মঙ্গলবার

বগুড়ার সাবেক পাবলিক প্রসিকিউটর এডভোকেট রেজাউল করিম মন্টুর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ দায়ের করেছেন আরেক সিনিয়র আইনজীবী সদরুল আনাম রন্‌জু। গেল ২৯শে জুলাই বগুড়া সদর থানায় অভিযোগটি দায়ের করা হয়েছে। অভিযোগ দেয়ার পর থেকেই মন্টু বাহিনীর ক্যাডাররা অভিযোগ তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছেন। গত ৩১শে জুলাই পিন্টু এবং সবুজ নামের দুই ব্যক্তি অভিযোগ প্রত্যাহার না করলে কাজের ঝিকে ধর্ষণ করার মামলা ঠুকে দেয়ার হুমকি প্রদর্শন করেছেন মোবাইল ফোনে। এসব দাবি করেছেন আইনজীবী সদরুল আনাম রন্‌জু।
সদরুল আনাম রন্‌জু বলেন, বগুড়ার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও বগুড়ার সাবেক পাবলিক প্রসিকিউটর এডভোকেট রেজাউল করিম মন্টু নানা ভাবে আদালতপাড়ায় তার প্রভাব খাটিয়ে অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছে। তার বিরুদ্ধে কেউ কথা বললেই প্রকাশ্যে গালিগালাজ এবং শারীরিক ভাবে নির্যাতন চালায়। রেজাউল করিম মন্টুর এমন অন্যায় কাজগুলো উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও সমালোচনা করেন তিনি। এর পেক্ষিতে গত ২৮শে জুলাই সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ‘ইমতিয়াজ খান’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
একই সঙ্গে তার পরিবারের অন্য সদস্যদের নিয়েও হুমকি দেয়া হয়। ওই রাতেই বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়াকে বিষয়টি অবগত করেন রন্‌জু। পরের দিন ২৯শে জুলাই বগুড়া সদর থানায় এজাহার দাখিল করেন। এ ছাড়াও তিনি হুমকি প্রদর্শনের লেখাগুলো স্ক্রিনশর্ট রেকর্ড করে পিপি, বিশেষ পিপিকে  প্রদান করেছেন। থানায় এজাহার দাখিল করে ওইদিন কোর্টের গওহর আলী ভবনে অতিরিক্ত পিপি সালাম সাগর, এপিপি রেজাউল হকের চেম্বারে গেলে মন্টুর ক্যাডার এডভোকেট মোস্তফা কামাল প্রিন্স প্রকাশ্যে আমাকে হুমকি দেয়। সে বলে- এডভোকেট রেজাউল করিম মন্টুর বিরুদ্ধে ফেসবুকে লেখা বন্ধ না করলে অসুবিধা হবে।
এবিষয়ে এডভোকেট রেজাউল করিম মন্টু মানবজমিনকে বলেন, আইনজীবী সদরুল আনাম রন্‌জু বেশ কিছুদিন ধরে আমার নামে আজেবাজে কথা তার ফেসবুকে লিখে আসছেন। আমার একজন শুভাকাঙ্ক্ষী তাকে (সদরুল আনাম রন্‌জুকে) ফেসবুকে এসব বাজে মন্তব্য না করার জন্য অনুরোধ করেছেন। তাকে আমি কিংবা আমার পক্ষ থেকে কেউ কোনো প্রকার হুমকি প্রদান করেনি। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে থানায় যেসব অভিযোগ দেয়া হয়েছে তা ভিত্তিহীন, অসত্য, বানোয়াট।  
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা মানবজমিনকে বলেন, আইনজীবী সদরুল আনাম রন্‌জু ২৯ তারিখে অপর একজন আইনজীবী রেজাউল করিম মন্টুর বিরুদ্ধে একটি তিন পাতার অভিযোগ দিয়েছেন থানায়। অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর