× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

যে কারণে চালু হচ্ছে না বিএসএমএমইউ করোনা ফিল্ড হাসপাতাল

প্রথম পাতা

মরিয়ম চম্পা
৩ আগস্ট ২০২১, মঙ্গলবার
ফাইল ছবি

প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে ১০০০ শয্যার করোনা ফিল্ড হাসপাতাল। গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধীনে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটি চালু হওয়ার কথা থাকলেও বিভিন্ন দেশ থেকে করোনা চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি না আসায় হাসপাতালটি চালু করতে পারেনি বিএসএমএমইউ কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্র জানায়, ইতিমধ্যে ভারতসহ সংশ্লিষ্ট একাধিক দেশ থেকে অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় বেশকিছু যন্ত্রপাতি এসে পৌঁছেছে। কোভিড ওয়ার্ডের অত্যাবশ্যকীয় ভ্যান্টিলেটর, পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, উন্নতমানের বেড, ডায়ালাইসিস ইউনিটের যন্ত্রপাতিসহ বেশকিছু প্রয়োজনীয় জিনিস এখনো হাসপাতালটিতে এসে পৌঁছায়নি। সরবরাহকারী ব্যক্তি এবং প্রতিষ্ঠান সাপ্লাই দিতে পারছে না। ফলে চালু হতে সময় লাগছে। হাসপাতাল কর্তৃপক্ষের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা করোনা ফিল্ড হাসপাতাল চালু করতে পারছে না। এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে করোনা রোগীর চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে ১০০০ শয্যার ফিল্ড হাসপাতাল চালু করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, এটি কনভেনশন সেন্টারের পঞ্চম তলায় হবে। যেখানে ১০০০ শয্যার ফিল্ড হাসপাতালে ৪০০ আইসিইউ ও ৪০০ এইচডিইউ বেড থাকবে।
বিএসএমএমইউ’র বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব কনভেনশন হলে সুন্দর অবকাঠামো থাকায় এখানে ফিল্ড হাসপাতালে ৪০০ আইসিইউ এবং ৪০০ এইচডিইউসহ হাজার থেকে ১২০০ শয্যার হাসপাতাল চালু করা সম্ভব হবে বলে জানায় সূত্রটি। করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য ফিল্ড হাসপাতাল তৈরির যাবতীয় প্রস্তুতি রয়েছে হাসপাতালটিতে। সরকারের প্রয়োজনীয় সহায়তা পেলে দ্রুততম সময়ের মধ্যে এই হাসপাতাল চালু করা সম্ভব হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ মানবজমিনকে বলেন, গত শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনা ফিল্ড হাসপাতালটি চালু হওয়ার কথা ছিল। হাসপাতালটিতে আমাদের মৌলিক কাজগুলো হয়ে গেছে। ইলেকট্রোমেডিক্যালের অর্থাৎ মেডিক্যালের বিভিন্ন যন্ত্রপাতি যেমন এক্সরে, ইসিজি, সিটি, ইত্যাদি যন্ত্রপাতি মেরামত ও জিনিসগুলো আনতে কিছুদিন সময় লাগবে। এগুলো পেলে খুব দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালটি চালু হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর