× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

দায়িত্ব নিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) আগস্ট ৩, ২০২১, মঙ্গলবার, ৫:১১ অপরাহ্ন

দায়িত্ব নিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দায়িত্ব নিয়েই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের আরোপ করা কঠোর অবরোধ প্রত্যাহারের জন্য পদক্ষেপ নেবেন। অসন্তুষ্ট ইরানিদের সঙ্গে ব্যবধান কমিয়ে সেতুবন্ধন রচনা করবেন। তবে পশ্চিমাদের সঙ্গে দেশের ভবিষ্যত সম্পর্কযুক্ত করবেন না। মঙ্গলবার ৬০ বছর বয়সী ৮ম প্রেসিডেন্ট হিসেবে এই নেতাকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর তিনি ইঙ্গিত দেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি আবার সেখান থেকে তিনি প্রণয়নে কাজ করবেন, যেখান থেকে তিন বছর আগে যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাকে চুক্তি থেকে প্রত্যাহার করে নিয়েছিল। রাজধানী তেহরান থেকে টেলিভিশনে প্রচার করা হয় এ অনুষ্ঠান।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর