× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

গল্পনির্ভর নাটকে বাড়ছে দর্শকদের আগ্রহ

বিনোদন

এন আই বুলবুল
৪ আগস্ট ২০২১, বুধবার

নাটক নিয়ে গেল কয়েক বছর ধরেই নানা রকম অভিযোগ শোনা গেছে। কেউ বলছেন এ সময়ের বেশির ভাগ নাটক সস্তা গল্পের। আবার কারও অভিমত এখনকার নাটকে কোনো সামাজিক বার্তা থাকে না। তবে গেল ঈদের নাটকগুলো সেই চিত্র কিছুটা বদলে দিয়েছে। যদিও আফরান নিশো ও মেহজাবীন অভিনীত ‘ঘটনা সত্য’ নাটকটি সমালোচনার মুখে পড়ে এবং ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়। কিন্তু ঈদে দর্শকের এবার পছন্দের তালিকায় গল্পনির্ভর নাটকগুলোই ছিল। সোশ্যাল মিডিয়া ও ইউিটিউবে চোখ রাখলেই সেটি দেখা যায়। এ ছাড়া ইউটিউব ট্রেন্ডিংয়ে এগিয়ে থাকা নাটকগুলোর মধ্যেও এবার ভালো গল্পের নাটকগুলোই স্থান করে নিয়েছে।
বিশেষ করে বরেণ্য নির্মাতা হানিফ সংকেতের ‘যুগের হুজুগে’, মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘মায়ের ডাক’, ‘সুইপার ম্যান’, ‘দ্য টিচার’, কাজল আরেফিন অমির ‘আপন’, মাহমুদুর রহমান হিমির ‘২১ বছর পরে’, প্রবীর রায় চৌধুরীর ‘বাবা তোমাকে ভালোবাসি, সকাল আহমেদের ‘বদলে যাওয়া মানুষ’, ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’ ‘চিরকাল আজ’সহ বেশকিছু গল্পনির্ভর নাটক দর্শক প্রশংসা কুড়িয়েছে। নাটকের গল্পের পাশাপাশি এসব নাটকে শিল্পীদের পারফরমেন্সও আলোচিত হয়েছে। বিষয়টিকে নাটকের জন্য ইতিবাচক মানছেন নাট্যবোদ্ধারা। ঈদে টেলিভিশন-ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমের জন্য ৫ শতাধিকের বেশি নাটক নির্মাণ হয়েছে। সেই তুলনায় গল্পভিত্তিক নাটকের সংখ্যা কম। কিন্তু দর্শকের রুচির পরিবর্তনকে নাটকের কলাকুশলীরা দারুণভাবে নিয়েছেন। এরমধ্যে দিয়ে নির্মাতারা গল্পভিত্তিক নাটক নির্মাণে আরও এগিয়ে আসবেন বলেও সমালোচকদের অভিমত। এ প্রসঙ্গে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, দর্শক যখন গল্পভিত্তিক নাটক দেখবে তখন নির্মাতা ও প্রযোজকেরা এই ধরনের গল্পে কাজ করার জন্য আগ্রহী হবে। কোন্‌ নাটক দর্শকরা দেখছে আর কোন্‌টি দেখছে না সেটি ইউটিউবে চোখ রাখলেই বোঝা যায়। আমি দর্শকদের কাছে অনুরোধ করি প্রেম-ভালোবাসা ও কমেডি নাটকের পাশাপাশি আপনারা গল্পভিত্তিক নাটকগুলোও দেখবেন। তাহলে ভালোমানের কাজের সংখ্যা বাড়বে। কেমন ছিল এবারের ঈদের নাটক? এ প্রসঙ্গে নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলুর কাছে জানতে চাইলে তিনি বলেন, এবারের ঈদের নাটক নিয়ে দর্শকের প্রতিক্রিয়া একটু অন্যরকম। এবার গল্পভিত্তিক নাটকের দিকে দর্শকের আগ্রহ বেড়েছে। আমাদের নাটকের নিজস্ব একটা ঢং আছে। কমেডির মধ্যে দিয়েও অনেক অসঙ্গতি তুলে ধরা যায়। আমি মনে এই ধারা আমাদের অব্যাহত থাকবে। আগামীতেও নির্মাতারা এভাবে ভালো গল্পের নাটক নিয়ে দর্শকের সামনে আসবেন। জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন বলেন, শিল্পীদেরও কাজের ক্ষেত্রে দায়িত্ববোধ থাকা উচিত। শুধু কাজের জন্য কাজ না করে অন্য বিষয়গুলোও ভাবতে হবে। শিল্পীরা চাইলে দর্শকদের রুচির পরিবর্তন করতে পারেন। এবার ঈদের নাটকগুলো দিয়ে সেটি আবারো প্রমাণ হলো। একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের কাজ হবে। তাই বলে মূলধারা থেকে আমাদের দূরে থাকা ঠিক হবে না। নাটক সংশ্লিষ্টদের মতে, নাটকের মধ্যদিয়ে নানা বিষয় তুলে ধরা যায়। শুধু ইউটিউবের বেশি ভিউয়ের জন্য সস্তা গল্পের নাটক নির্মাণ থেকে সরে আসা দরকার নির্মাতা ও প্রযোজকদের। একইসঙ্গে শিল্পীদেরও উচিত শুটিংয়ের আগে স্ক্রিপ্ট পড়ে নেয়া। কি ধরনের গল্পে কাজ করতে যাচ্ছেন সেটি আগে থেকে জানা থাকলে কাজ ভালো হয় বলে মনে করেন নাট্যবোদ্ধারা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর