× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

বেলারুশের নারী স্প্রিন্টারকে নাগরিকত্ব দিলো পোল্যান্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
৪ আগস্ট ২০২১, বুধবার

ক্রিস্টসিনা সিমানোস্কায়া; কোনো বিশ্ব রেকর্ড কিংবা পদক না পেলেও টোকিও অলিম্পিকে আলোচনার তুঙ্গে বেলারুশের এই নারী স্প্রিন্টারের নাম। যে ইস্যুতে খেলা ছাপিয়ে এখন উত্তপ্ত মধ্য ইউরোপের রাজনীতি। সর্বশেষ খবরে জানা গেল, বেলারুশের নারী এই অ্যাথলেট ক্রিস্টসিনা সিমানোস্কায়াকে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব দিয়েছে পোল্যান্ড।
এদিকে তার পাশে থাকার ঘোষণা দিয়েছে জার্মানিও। এমনকি বেলারুশের সমাজকর্মীদেরও সমর্থন পাচ্ছেন ক্রিস্টসিনা। তবে দেশটির সরকারপন্থী সংবাদমাধ্যম নেতিবাচক হিসেবে দেখছে পুরো বিষয়টি। ক্রিস্টসিনাকে ছাড়াই জাপান ছেড়েছেন বেলারুশের অ্যাথলিটরা।
এর আগে নিজ দলের কোচ ও ডোপিংয়ের প্রতিবাদ করায়, সিমানোস্কায়াকে জোর করে দেশে ফেরত পাঠাতে চেয়েছিল বেলারুশ অলিম্পিক কমিটি। তবে জীবন সংশয় থাকায় দেশে ফিরতে অস্বীকৃতি জানিয়ে জাপানের কাছে রাজনৈতিক আশ্রয় চান এই নারী স্প্রিন্টার। ঘটনা এখানেই থেমে থাকেনি।
সিমানোস্কায়ার সমর্থনে এগিয়ে আসে অনেক দেশ। তার একটি পোল্যান্ড। এরইমধ্যে ক্রিস্টসিনাকে নাগরিকত্ব দিয়েছে পোলিশ সরকার। এমনকি পোল্যান্ড অলিম্পিক দলের সঙ্গে তাকে ওয়ারশ যাওয়ার অনুরোধ করেছেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মতি জানিয়ে টোকিওতে অবস্থিত পোলিশ দূতাবাসে দেখাও করেন সিমানোস্কায়া। তবে বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি বেলারুশ। পোল্যান্ডকে কঠোর হুঁশিয়ারির সঙ্গে সিমানোস্কায়াকে আবারও দেশে ফিরে আসার আহ্বান তাদের। বেলারুশ সরকারের মুখপাত্র পাভেল লাটুশকা বলেন, ‘এটা স্পষ্ট যে সিমানোস্কায়া পরিকল্পিতভাবে পুরো পরিস্থিতি জটিল করেছে এবং পোল্যান্ড সেই ফায়দা নিয়েছে। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং সবাইকে এই ব্যাপারে নাক না গলাতে পরামর্শ দেওয়া হচ্ছে।’ তবে এই ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি হননি দেশটির প্রেসিডেন্ট আলেক্সজান্ডার লুকাশেঙ্কা। বেলারুশের গণমাধ্যম একহাত নিয়েছে সিমানোস্কায়াকে। মুখ খুলেছেন অ্যাথলেট ও কোচ। দেশটির অ্যাথলেট নাস্তাসিয়া মিরঙ্কিক ইভানোভা বলেন, ‘বিষয়টি এতো জটিল না করেও সমাধান করা যেত। এমন ন্যাক্কারজনক পরিস্থিতি সমর্থকসহ আমাদের সবাইকে হতাশ করেছে।’ এদিকে, বেলারুশ জাতীয় অলিম্পিক দলের প্রধান প্রশিক্ষক ইউরি মাইসোভিচ বলেন, ‘সে মানসিকভাবে অসুস্থ ছিল। তাই আমরা তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলাম। সিমানোস্কায়া ইচ্ছে করেই পুরো বিষয়টি জটিল করেছে।’ অন্যদিকে, যেকোনো পরিস্থিতিতে ক্রিস্টসিনার পাশে থাকার ঘোষণা দিয়েছে জার্মানি। এই পরিস্থিতির মধ্যেই অলিম্পিক মিশন শেষ করে দেশে ফিরেছেন বেলারুশের অ্যাথলেটরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর