× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন /স্টেজ খুব বেশি মিস করি -ঐশী

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
৪ আগস্ট ২০২১, বুধবার

চলতি প্রজন্মের মেধাবী সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। গেলো ঈদ গানে গানেই পার করেছেন তিনি। বেশ কিছু নতুন গান প্রকাশ হয়েছে এই ঈদে তার। পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলও ছিলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গায়িকার উপস্থিতি। এদিকে বছর জুড়ে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন ঐশী। তবে করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে শো দীর্ঘদিন বন্ধ আছে। তাই পড়াশোনা, নতুন গান ও চ্যানেলের অনুষ্ঠান নিয়েই ব্যস্ত তিনি। সব মিলিয়ে কি অবস্থা? দিনকাল কেমন কাটছে? ঐশী বলেন, বেশ ভালো।
তবে লকডাউন চলছে। তাই বেশিরভাগ সময় বাসাতেই থাকার চেষ্টা করছি। ঈদে কি গান প্রকাশ হলো? সাড়া কেমন মিলছে? এ গায়িকা বলেন, ঈদে গানবাংলা চ্যানেলের জন্য গান করলাম, ভালো সাড়া মিলেছে। তাছাড়া জি-সিরিজ থেকে প্রকাশ হয়েছে 'ফাঁকি দিলি কার লাগি' শিরোনামের একটি গান। আর আমার ইউটিউব চ্যানেল থেকে ঈদে এসেছে 'ভালোবাসা এমনই রোগ' শীর্ষক গান। গান গুলো থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। ঈদের পরের ব্যস্ততা কি নিয়ে? ঐশী বলেন, বিশেষ কাজগুলো কেবল করছি। এরমধ্যে অতি সম্প্রতি 'দামাল' সিনেমার টাইটেল গান গেয়েছি। আরো কয়েকটি গানের কথা চলছে। ব্যাটে বলে মিললে করবো। এছাড়া কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানও করছি। ডাক্তারি পড়াশোনার পাশাপাশি গান চালিয়ে যাওয়াটা কঠিন মনে হয় না? এ গায়িকা বলেন, কঠিন। বেশ হিসেব কষে পথ চলতে হয়। এমনও হয় আমি বই নিয়ে গান রেকর্ড করতে যাই। যে সময়টাই ফ্রি পাই পড়াশোনা করি। দুটি সমন্বয় করে চলতে হচ্ছে। চেষ্টা করি শতভাগ দিয়ে কাজ করতে। স্টেজ শো বন্ধ রয়েছে এখন। মিস করা হয়? এ শিল্পী উত্তরে বলেন, স্টেজ খুব বেশি মিস করি। কারণ শোতে সরাসরি শ্রোতাদের সাড়া পাওয়া যায়। এতদিন একটানা শো বন্ধ কখনও থাকেনি। কবে সব স্বাভাবিক হবে সেটাও অনিশ্চিত। দোয়া করি দ্রুতই করোনা মহামারী দূর হয়ে সব ঠিক হয়ে যাক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর