× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন সিডনি ম্যাকলাফলিন

খেলা

স্পোর্টস ডেস্ক
৪ আগস্ট ২০২১, বুধবার

আগেরদিন ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে নরওয়ের কারস্টেন ওয়ারহোম বিশ্ব রেকর্ড গড়েন। এক দিনের ব্যবধানে মেয়েদের ইভেন্টেও দেখা গেলো চমক। বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতলেন সিডনি ম্যাকলাফলিন। ৪০০ মিটারের বাঁধা পেরোতে যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেটের সময় লেগেছে ৫১.৪৬ সেকেন্ড।
এতদিন অলিম্পিকের বিশ্ব রেকর্ডটি দখলে ছিল ম্যালাইন ওয়াকারের। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ৫২.৬৪ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন জ্যামাইকান এই অ্যাথলেট। গত জুনেই ম্যালাইনকে ছাড়িয়ে যান ম্যাকলাফলিন। যুক্তরাষ্ট্রের ইউগিনে ৫১.৯০ সেকেন্ড টাইমিং করে দৌড় শেষ করেছিলেন তিনি। এবার টোকিও অলিম্পিকে নিজের রেকর্ডটিই ভাঙলেন সিডনি ম্যাকলাফলিন।
বিশ্ব রেকর্ড করার পর ম্যাকলাফলিন বলেন, ‘আমি অনেক বেশি আনন্দিত।
দুর্দান্ত একটি প্রতিযোগিতা ছিল। নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পেরে এবং অসাধারণ এই অর্জনে আমি গর্বিত।’
সিডনি বলেন, ‘যখন মাত্র একটি বাধা বাকি তখন দেখলাম দালিলাহ আমার আগে। তখন নিজের দৌড়ে আরও মনোযোগী হোলাম। গোটা রেসজুড়ে নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি।’
এই ইভেন্টে অল্পের জন্য দ্বিতীয় হয়েছেন ম্যাকলাফলিনেরই স্বদেশি দালিলাহ মোহাম্মদ। রিও অলিম্পিকের সোনাজয়ী অ্যাথলেটের হার্ডলস টপকাতে সময় লেগেছে ৫১.৫৮ সেকেন্ড। ব্রোঞ্জ জিতেছেন নেদারল্যান্ডসের ফেমকে বোল। তার সময় লেগেছে ৫২.০৩ সেকেন্ড।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর