বাংলারজমিন
রাজারহাটে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
২০২১-০৮-০৫
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সমবায় বাজার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুনুর মো. আক্তারুজ্জামান এই ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুস ছালামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, উপজেলা সদর বণিক সমিতির সভাপতি আলহাজ আমজাদ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, প্রেস ক্লাবের সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।