× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বিব্রত মৌ

বিনোদন

স্টাফ রিপোর্টার
৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার

উচ্চবিত্ত তরুণদের পার্টির নামে বাসায় ডেকে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মডেল পরিচয় দেয়া মরিয়ম আক্তার মৌ। তার বাসা থেকে বিদেশি মদ, ইয়াবা ও সিসা জব্দ করেছে পুলিশ। এ ঘটনার পর থেকেই রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন  দেশের শীর্ষ মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। নামের মিলের কারণে তিনি এমন পরিস্থিতির শিকার বলে জানালেন তিনি। সাদিয়া ইসলাম মৌ বলেন, ঘটনাটি খুবই বিব্রতকর। যেদিন এ ঘটনা ঘটলো সেদিন রাত থেকেই বিব্রত হচ্ছি। আমার নামের সঙ্গে মিলে গেছে এমন একজনকে পুলিশ ধরেছে। আর এতেই অনেকে আমার পরিবার, স্বজন, বন্ধুদের সংবাদের লিঙ্ক পাঠাচ্ছে।
অনেকে কনফিউজড হয়েছেন। ভাবছেন এই মৌ আমি কি না! শুধু আমার পরিবারকেই নয়, আমার পরিচিত মানুষদের অনেকেই বিষয়টি নিয়ে  বিরক্ত ও বিব্রত। প্রেপ্তার হওয়া মৌ নামের ওই নারী সত্যি মডেল বা অভিনেত্রী কি না সেটা আগে যাচাই করা উচিত। যে কেউ নামের পাশে মডেল জুড়ে দিলেই মডেল হয়ে যায় না! এ শীর্ষ মডেল আরও বলেন,  মডেল তারাই যারা নিয়মিত স্টেজ শো করেন, ফ্যাশন শো করেন। এসব থেকে নিয়মিত সম্মানী নিচ্ছেন তাদেরকেই মডেল বলা হয়। মডেলের খোঁজে আমরা প্রথমে পোর্টফলিও দেখি। সেখানে যাদের নাম পাওয়া যায়  তাদেরকে আমরা মডেল বলবো। কিন্তু যারা শুধুই নামের মডেল, কথিত মডেল তাদের বিষয়ে আগে জেনে নেয়া উচিত। দীর্ঘদিন ধরে মডেলিংয়ে নেই বা তেমন কাজ করা হয়নি তার। এমন মানুষ যদি নিজেকে মডেল বলতে পছন্দ করেন তাহলে তো আর কারও কিছু করার নাই। তবে প্রতিটি মানুষের দায়িত্বশীলতার পরিচয় দেয়া উচিত। আর জেনে-বুঝে তারপর মন্তব্য করা প্রয়োজন। না হলে আমার মতো যে কাউকে বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর