× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

ওমানে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ

খেলা

স্পোর্টস ডেস্ক
৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার

টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন মাসেরও কম সময় বাকি। আগামী ১৭ই অক্টোবর আরব আমিরাত ও ওমানে মাঠে গড়াচ্ছে সীমিত ওভারের এই বিশ্বকাপের আসর। আসন্ন এই বৈশ্বিক আসর নিয়ে নিজেদের পরিকল্পনা শুরু করে দিয়েছে বাংলাদেশ। ওমানে হবে বাছাই পর্বের ম্যাচগুলো। রাউন্ড-১ খ্যাত বাছাই পর্ব পার করেই বাংলাদেশকে খেলতে হবে ‘সুপার টুয়েলভ’ পর্বে। তার আগে আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে দেয়া হয়েছে রাউন্ড-১ এ। বাছাই পর্বে ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।
এই দুই গ্রুপের খেলা শেষে সেরা চার দল টিকিট পাবে সুপার টুয়েলভে খেলার। বিনা বাধায় বাছাই পর্ব উতরাতেই ওমানে কন্ডিশনিং ক্যাম্প করতে চাইছে বাংলাদেশ।   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর ৬-৭ দিন আগে ওমান যাবে বাংলাদেশ দল। সেখানেই এক সপ্তাহের মতো একটি কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। এরপরই বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে নামবে তারা। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলার জন্যও ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।  আকরাম বলেন, ‘এটা ওমানের সঙ্গে আলাপ করে দেখবো। দেখি ওরা কি ধরনের দল দিতে পারে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর