× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

দুই ম্যাচের সব গোলই বিদেশিদের

খেলা

স্পোর্টস রিপোর্টার
৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল গতকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসন্ধুরা কিংস। যথারীতি জয়ও পেয়েছে কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মুক্তিযোদ্ধাকে ৩-০ গোলে হারিয়েছে সবশেষ আসরের চ্যাম্পিয়ন দলটি। কমলাপুর স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। দুই ম্যাচে হওয়া ছয় গোলের সবক’টিই করেছেন বিদেশিরা।   
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটে ব্রাজিলিয়ান রবসন রবিনহোর গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলটির আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা। ৭৮ মিনিটে বসুন্ধরার তৃতীয় গোলদাতা অপর ব্রাজিলিয়ান ফার্নান্দেস।
এ জয়ে ১৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে এক প্রকার ধরাছোয়ার বাইরে চলে গেছে অস্কার ব্রুজনের শীর্ষরা। দ্বিতীয় অবস্থানে থাকা শেখ জামালের ব্যবধান ১২ পয়েন্ট। যদিও দুটি ম্যাচ কম খেলেছে ক্লাবটি। ১৮ ম্যাচে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে থাকা মুক্তিযোদ্ধার ১৪ পয়েন্ট।  
এদিকে কমলাপুর স্টেডিয়ামে তলানিতে থাকা আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শেখ রাসেলের গোল তিনটিও করেছেন বিদেশিরা। এদিন ম্যাচের ৩৪ মিনিটে শেখ রাসেলকে এগিয়ে নেন দলটির নাইজেরিয়ান ফরোয়ার্ড অভি মনেকেলে। ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আশরভ। যোগকরা সময়ে শেখ রাসেলের ৩-০ জয় নিশ্চিত করেন কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার। এ জয়ে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এলো শেখ রাসেল। ১৮ ম্যাচে রেলিগেশনের খড়গে থাকা আরামবাগের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে দলটি।
আজকের খেলা
বাংলাদেশ পুলিশ-মোহামেডান
বঙ্গবন্ধু স্টেডিয়াম (বিকাল চারটা)
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর