বিশ্বজমিন

৭০০০ কিলোমিটার সাঁতরে মক্কা যাওয়ার চেষ্টা, মালয়েশিয়ায় যুবক আটক

মানবজমিন ডেস্ক

২০২১-০৮-০৫

মালয়েশিয়া থেকে প্রায় সাত হাজার কিলোমিটার সাঁতরে মক্কা যাওয়ার চেষ্টা করেছিলেন মালয়েশিয়ার ২৮ বছর বয়সী এক যুবক। এ উদ্দেশে সমুদ্রে ঝাঁপিয়ে পড়া ওই যুবককে উদ্ধার করে পুলিশ আটক দেখিয়েছে। পরে তার মানসিক অবস্থা নির্ণয়ের জন্য নেয়া হয়েছে হাসপাতালে। এ ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে মালয়েশিয়ার সামরিক মিডিয়াগুলোতে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। এতে বলা হয়েছে, ওই যুবক পুলিশকে বলেছেন, তিনি সাঁতরে মক্কা যেতে চান। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিন সপ্তাহের মধ্যে এটি তার এমন দ্বিতীয় চেষ্টা। তবে কি কারণে তিনি এত দীর্ঘ পথ সাঁতরে পবিত্র মক্কা শহরে যেতে চান তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুশি বলেছে, তার ড্রাগ টেস্ট করা হয়েছে। তবে তাতে নেগেটিভ দেখা গেছে। এই একই যুবক এর আগে ১২ই জুলাই একই স্থান থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। আন্তঃজেলা ভ্রমণের অনুমোদন না পেয়ে তিনি মালয়েশিয়ার অন্য একটি এলাকায় থাকা তার এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে এ কা- ঘটান। ওই সময় তাকে মাঝপথ থেকে উদ্ধার করেন পেনাং পোর্ট এসডিএন বিএইচডি কর্মীরা। পুলিশ বলেছে, প্রথম দফায় তিনি দীর্ঘ পথ সাঁতরে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার চেষ্টা করলে হাসপাতালে তার মানসিক পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, মানসিক সমস্যায় ভুগছেন। তার পিতামাতা তাকে ন্যাশনাল এন্টি-ড্রাগ এজেন্সিতে নিয়ে যান মাদকে আসক্ত হওয়ার চিকিৎসা দিতে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status