× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বাংলারজমিন

লক্ষ্মীপুর প্রতিনিধি
৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার

লক্ষ্মীপুর সদর উপজেলার বসিকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার ভোররাতে ঢাকা নেয়ার পথে মারা যায় হারনুর রশিদ। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালরে মর্গে রাখা হয়।

এর আগে বুধবার রাত ৯টার দিকে বাড়ির পাশে বটের পুকুর পাড়ের চা দোকানের সামনে হারুনুর রশিদের ওপর হামলা চালিয়ে তার-পা বিচ্ছিন্ন করে দূর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন বলেন, হারনুর রশিদের হাত-পা কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। রক্তক্ষরনের কারণে সে মারা যায়।

দলীয় সূত্র জানায়, বসিকপুর ইউনিয়নের বটের পুকুর পাড়ে একটি চায়ের দোকানে বসে ক্রিকেট খেলা দেখছিলেন আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ। এ সময় সিএনজি করে ৫/৬ জনের একদল সন্ত্রাসী তার ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা করে। এক পর্যায়ে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে পালিয়ে যায়।


তবে বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের ওপর এ হামলা চালিয়েছে বলে দাবী করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের এমপি এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
সদর থানার ওসি মো. জসিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুুতি চলছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এসএম কামরুজ্জামান বলেন, এ ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে গ্রেপ্তারের অভিযান চলছে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবেনা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর