অনলাইন

এবার পাবনায় টিকা না দিয়েই সিরিঞ্জ পুশের অভিযোগ

স্টাফ রিপোর্টার, পাবনা থেকে

২০২১-০৮-০৫

টাঙ্গাইলের পর পাবনায় টিকা না দিয়ে শূন্য সিরিঞ্জ পুশের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর পাবনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, সাবাহ মারিয়ম অন্তিকা করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নেয়ার জন্য বুধবার সকাল ১২টার দিকে পাবনা জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে যান। সে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী। দেড় ঘণ্টা পর টিকা দেয়ার জন্য নির্ধারিত স্থানে বসানো হয়। এরপর শূন্য সিরিঞ্জ তার শরীরে পুশ করা হয়। তা দেখে প্রতিবাদ করলে ফের টিকাসহ সিরিঞ্জ পুশ করা হয়।

মেডিকেল শিক্ষার্থী সাবাহ মারিয়ম অন্তিকার বাবা এডভোকেট আব্দুল হান্নান বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবী করছি। প্রয়োজনে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানার চেষ্টা করছি। এই মুুহুর্তে কিছু বলতে পারছি না। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর বলেন, দুপুর তিনটা পর্যন্ত আমি হাসপাতালেই ছিলাম। এ ধরণের কোন ঘটনা আমার কানে আসেনি বা আমাকে কেউ জানায়নি। এইমাত্র জানতে পারলাম। তিনি বলেন, অভিযোগ পেলে এবং প্রমাণিত হলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে আমি এ বিষয়ে কিছুই জানিনা। খোঁজ খবর নিয়ে দেখছি। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, এ ধরণের কোন অভিযোগ আমার কাছে আসেনি। আমি বিষয়টি জ্ঞাত নই।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status