× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

টাইগারদের টানা জয়কে ‘অঘটন’ আখ্যা দিলো ভারতীয় গণমাধ্যম

খেলা

স্পোর্টস ডেস্ক
৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার

টানা দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে টাইগারদের দারুণ পারফরম্যান্সের প্রশংসা না করলেই নয়। তবে বাংলাদেশের জয়কে ‘অঘটন’ বলে আখ্যা দিলো ভারতের একটি জনপ্রিয় গণমাধ্যম।
বিশ্বকাপের প্রস্তুতি সারতে এসে বাংলাদেশের তোপের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। টানা হারে অজি অধিনায়ক ম্যাথু ওয়েড বলছেন নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা, কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশি বোলারদের। অলরাউন্ডার ময়জেস হেনরিকসের দাবি, মোস্তাফিজের এমন রুদ্রমূর্তি আগে কখনও দেখেননি তিনি। সব ছাপিয়ে গেছে ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর একটি সংবাদের শিরোনাম, ‘অচেনা কন্ডিশনে বাঘের কামড় টের পাচ্ছে অস্ট্রেলিয়া’। তবে কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার টাইগারদের জয়কে ‘খাটো’ করে খবর প্রকাশ করেছে।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফিফ-মোস্তাফিজদের অনবদ্য পারফরম্যান্সে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এরপর আনন্দবাজার খবর প্রকাশ করে।
যার শিরোনামটি ছিলো, ‘ফের অঘটন, দ্বিতীয় টি-২০ ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ’।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচ দলের একটি। সেই দলের বিপক্ষে বাংলাদেশের এমন জয়ে বিস্মিত ভারতের ক্রীড়া সাংবাদিকরা।
বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল নিয়ে অবশ্য ভারতীয় গণমাধ্যমের তাচ্ছিল্য করা নতুন কিছু নয়। ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের পাহাড় গড়ে ২১ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। টাইগারদের এমন জয়ে ক্রিকেট বিশ্ব যখন প্রশংসায় পঞ্চমুখ, তখন এই জয়কে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। টাইগারদের জয়কে ব্রেকিং নিউজ হিসেবে দিয়ে লিখে, ‘বিশ্বকাপের প্রথম অঘটন, বাংলাদেশ চমকে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর