বিশ্বজমিন

একদিনে রেকর্ড ৪৮২ অভিবাসনপ্রত্যাশীর ইংলিশ চ্যানেল পাড়ি

মানবজমিন ডেস্ক

২০২১-০৮-০৫

একদিনে রেকর্ড ৪৮২ অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। বুধবারের এই ঘটনা জানিয়েছে বৃটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ২১টি ছোট নৌকায় করে শত শত অভিবাসনপ্রত্যাশীরা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে। এটিই একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসনপ্রত্যাশীর ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার ঘটনা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে, ২০২১ সালে মোট ১০ হাজার ২৩৬ জন ৪৩৪টি নৌকায় করে বৃটেনে আশ্রয় নিয়েছেন। এছাড়া ফরাসি কর্তৃপক্ষ ২৪৬ জনকে মাঝপথে থামিয়েছে। ক্ল্যানডেস্টাইন চ্যানেলে থ্রেট কমান্ডার ড্যান ও'ম্যাহোনি বলেন, এই বিপজ্জনক ছোট নৌকা দিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া হচ্ছে, এগুলোতে সন্ত্রাসী দলের সদস্যরা থাকতে পারে। ফলে আমাদের জীবন ঝুঁকিতে পরেছে। এতো এতো মানুষের সংখ্যা অগ্রহণযোগ্য। এ কারণে আমরা সকল ফ্রন্টেই ব্যবস্থা গ্রহণ করছি। এর আগে ২০২০ সালের ২ সেপ্টেম্বর একদিনে ৪১৬ এবং ১৯ জুলাই ৪৩০ অভিবাসনপ্রত্যাশী চ্যানেল পাড়ি দিয়েছিল।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status