× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

চুল রপ্তানি করে আয় বেড়েছে ভারতের

ভারত


(২ বছর আগে) আগস্ট ১১, ২০২১, বুধবার, ৬:৪৬ অপরাহ্ন

চুল কাটার পর তা ফেলে না দিয়ে গুছিয়ে রেখে, তা আবার বিক্রি করে হয়ত নতুন রোজগারের পথ পাওয়া যেতে পারে। ঠিক যে ভাবে পুরনো খবরের কাগজ বিক্রি করি আমরা! ২০২০ অর্থবছরে ভারত থেকে অনেক বেশি মানুষের চুল রপ্তানি করা হয়েছে। 'দা ওয়্যার' বলছে- দেশের বাণিজ্য বিভাগের মতে, মহামারী চলাকালীন উচ্চমানের মানুষের চুল রপ্তানির পরিমাণ এবং তার মূল্য দুইই বৃদ্ধি পেয়েছে। ভারতীয় ফ্যাশন ওয়েবসাইট ‘দ্য ভয়েস অব ফ্যাশন’ অনুসারে, করোনাভাইরাসের সংক্রমণের কারণে লকডাউনের জেরে প্রাথমিকভাবে চুলের ঘাটতি দেখা দেয় বিশ্ববাজারে , যার ফলে দাম বেড়ে যায় হু হু করে ।আর তারই লাভ তুলেছে ভারত। তথ্য বলছে ২০১৯-২০ আর্থিক বছরে চুল রফতানি করে এই খাতে দেশের আয় বেড়েছে প্রায় ৪৫ শতাংশ! আয় হয়েছে দু'হাজার ৭৩৫ কোটি টাকারও বেশি। একই সময়ে, ভারতীয় শুল্ক বিভাগ চুল চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে তা বাজেয়াপ্ত করেছে , যা গত অর্থবছরে দেশের রাজকোষে বাড়তি লাভ এনে দিয়েছে । যেহেতু মন্দিরগুলিতে চুলের দান এবং চুলের ব্যক্তিগত বিক্রয় উভয়ই ভারতে সাধারণ ঘটনা , তাই মানুষের জীবনযাত্রার উপর মহামারীর প্রভাব পড়লেও পুরো অর্থবর্ষ জুড়ে ভারতের চুলের রপ্তানি কমেনি ।ভারতে মানুষের চুলের সবচেয়ে বিখ্যাত উৎস হল অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দির। সেখানে, তীর্থযাত্রীরা তাদের চুল দান করেন।
সেই চুলের আবার নিলাম ডাকা হয় এবং সর্বোচ্চ দরদাতার হাতে তা তুলে দেওয়া হয় । ভারত থেকে মানুষের চুল রপ্তানির মাধ্যমে উপার্জিত অর্থের অধিকাংশই আসে ভারতীয় মহিলাদের থেকে , যা উচ্চমানের হয় এবং এর চাহিদাও বেশি । মেয়েদের চুলের দাম ছেলেদের থেকে বহুগুণ বেশি! মেয়েদের চুল যেহেতু লম্বা হয়, আর কাটলে লম্বা গোছ পাওয়া যায়, তাই মেয়েদের চুলের দাম ছেলেদের চুলের থেকে অনেক বেশি। তবে কাটা চুলের থেকেও বেশি দাম হল 'রেমি' চুলের। মাথা থেকে সরাসরি তুলে নেওয়া চুলকে রেমি চুল বলা হয়। এই চুলকে প্রক্রিয়াকরণের পরে তা দিয়ে যখন উইগ বা পরচুলা বানানো হয় তা নাকি নকল বলে চেনাই যায় না।মজার ব্যাপার হল বিশ্বের যে পাঁচটি দেশ ভারত থেকে সব থেকে বেশি চুল কেনে তাদের শীর্ষে রয়েছে চিন। চিন যত চুল আমদানি করে তার ৬০ শতাংশ যায় ভারত থেকে! শুধু তাই নয় , ভারতীয় চুলের সঙ্গে চীনা চুলের মিশ্রনে এমন প্রোডাক্ট তৈরী হয় যার দাম নাকি বেশ বেশি। আসলে ভারতে পরচুলা বানানো হয় না । কাঁচা চুলকে প্রাথমিক প্রক্রিয়াকরণ করে রফতানি করে দেওয়া হয়। মানুষের চুলের পণ্যের সবচেয়ে বড় বাজার হল মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে পণ্যগুলো আফ্রিকান-আমেরিকান, ইহুদি এবং ফ্যাশনিস্টদের মধ্যে জনপ্রিয়।

সূত্রঃ দ্য ভয়েস অব ফ্যাশন
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর