× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

মার্কিন গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর রিপোর্ট /তালেবানরা ৯০ দিনে আফগানিস্তানের দখল নিতে পারে, ভারতীয়দের ফেরানো হচ্ছে

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) আগস্ট ১২, ২০২১, বৃহস্পতিবার, ১০:২০ পূর্বাহ্ন

তালেবানরা আগামী ৩০ দিনের মধ্যে রাজধানী কাবুল এবং ৯০ দিনের মধ্যে গোটা আফগানিস্তানের দখল নিতে পারে বলে মার্কিন গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স এক মার্কিন গোয়েন্দা কর্তাকে উদ্ধৃত করে খবরটি করতেই শিহরণ পড়ে গেছে গোটা দুনিয়ায়। ইতিমধ্যেই ভারতীয় নাগরিকদের আফগানিস্তান ছেড়ে দেশে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, তালেবানরা ইতিমধ্যেই আফগানিস্তানের ৬৫ শতাংশ অঞ্চলে নিজেদের আধিপত্য কায়েম করেছে। উদ্বিগ্ন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বুধবার মাজার-ই-শরিফ এ গিয়ে উপজাতীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সশস্ত্র তালেবান হামলা প্রতিরোধ করার অনুরোধ জানিয়েছেন। মার্কিন ও নেটো সেনা প্রত্যাহারের পরে তালেবানরা প্রবলভাবে মাথাচাড়া দিয়েছে বলে আফগানরা মনে করছে। নিষ্ঠুর ও নৃশংস তালেবানরা ইতিমধ্যেই আফগানিস্তানে হত্যা, ধর্ষণের মত ঘৃণ্য কাজে জড়িয়ে পড়েছে বলে মনে করছে আফগানরা।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর