কলকাতা কথকতা

কলকাতা  কথকতা     

তিন চ্যানেলের ৩ রিয়ালিটি শো-এর মহাযুদ্ধ, তারকার ছড়াছড়ি, জিতবে কে?    

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা  

২০২১-০৯-০৬

জি বাংলা আর স্টার জলসা তো ছিলই, তার সঙ্গে যুক্ত হয়েছে কালার্স বাংলাও। এই তিন চ্যানেলের তিন রিয়ালিটি শো-এর মহাযুদ্ধ রীতিমতো জমে উঠেছে। বৃহস্পতিবার বার্কের রেটিং চার্ট এলেই বোঝা যাবে কে এগোলো, কে পিছালো?  তবে তিন রিয়ালিটি শো-তে তারকার ছড়াছড়িতে সমৃদ্ধ হচ্ছেন দর্শকরা। শনি ও রোববার দুই বাংলার দর্শকদের চোখ আটকে যাচ্ছে ছোট পর্দায়। জি বাংলার ডান্স বাংলা ডান্স শুরু হয়েছে ২২শে মে। বিচারকের আসনে বলিউডের গোবিন্দ, জিৎ এবং শুভশ্রী গাঙ্গুলি। মেন্টর ওম সাহনি, দেবলীনা কুমার, রিমঝিম মিত্র ও সৌমিলি বিশ্বাস। মহাগুরু মিঠুন চক্রবর্তী তো আছেনই। সঞ্চালনায় অঙ্কুশ ও বিক্রম। রাত সাড়ে ৯টার এই রিয়ালিটি শোকে হেড অন নিতেই এসে গেছে স্টার জলসার সুপার সিঙ্গার। বিচারকের আসনে সোনু নিগম, কুমার শানু এবং কৌশিকী চক্রবর্তী। সঞ্চালনায় অন্যতম সেরা সঞ্চালক যীশু সেনগুপ্ত। যীশুর বুদ্ধিদীপ্ত সঞ্চালনাটি আরপির ক্ষেত্রে উল্লেখযোগ্য। আর যীশুকে টেক্কা দিতেই কালার্স বাংলা সঞ্চালক হিসেবে নিয়ে এসেছে মীরকে। চার সেপ্টেম্বর শুরু হয়েছে কালার্স বাংলার রিয়ালিটি শো - সংগীতের মহাযুদ্ধ। বিভিন্ন রিয়ালিটি শো-এর সেরাদের নিয়ে এই শোর বিচারক হলেন - জিৎ গাঙ্গুলি, লোপামুদ্রা মিত্র ও  অভিজিৎ। এই শোটি অবশ্য শুরু হচ্ছে আধঘণ্টা আগে রাত সাড়ে আটটায়। তিন শো-তে তারকার বান, উঠতি প্রতিভা - সব মিলিয়ে যুদ্ধ জমজমাট। এবার দেখার বিষয়- টিআরপি দেবতা কার দিকে প্রসন্ন হাত বাড়ায়?
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status