কলকাতা কথকতা
কলকাতা কথকতা
মমতার বিরুদ্ধে ভবানীপুরে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবড়েওয়ালা
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০৯-১০
শুক্রবার গণেশ চতুর্থীর দিন বিজেপি ভবানীপুর কেন্দ্রে তাদের প্রার্থীর নাম ঘোষণা করল। মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন আইনজীবি প্রিয়াঙ্কা টিবড়েওয়ালা। গত বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা এন্টালি কেন্দ্র থেকে লড়ে তৃণমূলের স্বর্ণাকমল সাহার কাছে হেরেছিলেন ৫৮ হাজার ভোটে। প্রিয়াঙ্কা ২০১৪ সালে বাবুল সুপ্রিয়র আইনি উপদেষ্টা হিসেবে বিজেপিতে যোগ দেন। এরপর ধীরে ধীরে বিজেপির গুরুত্বপূর্ণ নেত্রী হয়ে ওঠেন। রাজ্যে ভোটোত্তর হিংসার ব্যাপারে হাইকোর্টে জনস্বার্থের মামলাটি করেন প্রিয়াঙ্কাই। মমতার বিরুদ্ধে একটি লড়াকু মুখ চাইছিলো বিজেপি, প্রিয়াঙ্কার মধ্যে তা তারা পেয়েছে বলে জানিয়েছে গেরুয়া শিবির।