বাংলারজমিন

প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২০২১-০৯-১৫

প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ও বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষীকী পালিত হয়েছে। এ উপলক্ষে শিরনি বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গতকাল দুপুরে ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গণে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার আওয়ামী লীগ, মৌলভীবাজার পৌরসভা, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং পরিবারের সদস্যরা। সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভার পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন। ২০১৫ সালের ১৪ই সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status