বিনোদন
২৫০তম পর্বে ‘বউ শাশুড়ি’
স্টাফ রিপোর্টার
২০২১-০৯-১৭
আগামীকাল ২৫০ পর্ব প্রচার হবে বৈশাখী টিভির নিয়মিত ধারাবাহিক ‘বউ শাশুড়ি’র। সপ্তাহে ৩ দিন শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ও রাত ১১টায় প্রচার হচ্ছে নাটকটি। টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, সাজু খাদেম, অহনা, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহমেদ, অনামিকা, গুলশান আরাসহ অনেকেই। ২৫০তম পর্বে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, আরফান আহমেদ, মনিরা মিঠু, সাজু খাদেম, নাজিরা মৌ, জয়রাজ প্রমুখকে।