অনলাইন
আদালতে হাজিরা দিলেন বিএনপির সিনিয়র নেতারা
অনলাইন ডেস্ক
২০২১-০৯-১৯
রাজধানীর পল্টন থানায় ২০১৮ সালে দায়ের হওয়া বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা। আজ সকালে ঢাকার মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌসের আদালতে হাজির হন তারা।
এদিন আসামিপক্ষে হাজিরা গ্রহণ করেছেন আইনজীবী মো. জিয়া উদ্দিন জিয়া। প্রায় অর্ধ শতাধিক আইনজীবী তাদের সঙ্গে আদালতে উপস্থিত রয়েছেন। আইনজীবী জিয়া উদ্দিন জিয়া জানান, আজ আদালতে ৫১ আসামির মধ্যে ৩৫ জন তাদের হাজিরা দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ পল্টন থানার একটি মামলার শুনানির তারিখ ধার্য ছিল। কিন্তু এই মামলায় একজন আসামি মারা যাওয়ায় শুনানি স্থগিত করেছে আদালত।
এদিন আসামিপক্ষে হাজিরা গ্রহণ করেছেন আইনজীবী মো. জিয়া উদ্দিন জিয়া। প্রায় অর্ধ শতাধিক আইনজীবী তাদের সঙ্গে আদালতে উপস্থিত রয়েছেন। আইনজীবী জিয়া উদ্দিন জিয়া জানান, আজ আদালতে ৫১ আসামির মধ্যে ৩৫ জন তাদের হাজিরা দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ পল্টন থানার একটি মামলার শুনানির তারিখ ধার্য ছিল। কিন্তু এই মামলায় একজন আসামি মারা যাওয়ায় শুনানি স্থগিত করেছে আদালত।