অনলাইন
ঘুষ গ্রহণের মামলায় ডিআইজি প্রিজনস পার্থ গোপাল কারাগারে
অনলাইন ডেস্ক
২০২১-০৯-১৯
ঘুষ গ্রহণ ও অর্থপাচার আইনে দায়ের করা এমটি মামলায় বরখাস্তকৃত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৫ থেকে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ বদলির আদেশ দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮শে জুলাই কারাগারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পার্থ গোপাল বণিকের ধানমন্ডির বাসায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওইদিন তার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। এরপরেই আটক করা হয় তাকে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮শে জুলাই কারাগারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পার্থ গোপাল বণিকের ধানমন্ডির বাসায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওইদিন তার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। এরপরেই আটক করা হয় তাকে।