× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মানের ‘সেঞ্চুরিতে’ ক্লপের উচ্ছ্বাস

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার

টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন সাদিও মানে। তাতেই দারুণ দুটি মাইলফলকে এই সেনেগালিজ ফরোয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার রাতে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। একটি করে গোল সাদিও মানে, মোহাম্মদ সালাহ ও নাবি কেইতার।
ঘরের মাঠ অ্যানফিল্ডে প্যালেসের বিপক্ষে গোলটি লিভারপুলের জার্সিতে মানের ১০০তম। আর প্যালেসের বিপক্ষে টানা নবম ম্যাচে গোল করেন সাদিও মানে। ইংলিশ প্রিমিয়ার লীগে নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে টানা ৯ ম্যাচে গোল করা প্রথম ফুটবলার মানে। দারুণ এই কীর্তি মনে করিয়ে দিতেই মজা করে সাদিও মানে উত্তর দিলেন, ‘তাহলে তো প্রতি সপ্তাহেই প্যালেসের বিপক্ষে খেলতে চাইবো আমি।’ অলরেডদের জার্সিতে পাঁচ বছরের ক্যারিয়ারে ২২৪তম ম্যাচে এসে পেলেন শততম গোলের দেখা। এজন্য নিজেকে ভাগ্যবান মনে করেন মানে।
তবে এ জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আমি ভাগ্যবান। আমি সব সময় চিন্তা করেছি এটা (১০০ গোল করা) এটা সম্ভব। আমি এজন্য দিনের পর দিন কঠোর পরিশ্রম করেছি। আমি সমর্থক, ক্লাব ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই। তারা ছাড়া আমি কিছুই নই।’
লিভারপুলের ১৮তম ফুটবলার হিসেবে শততম গোলের মাইলফলকে মানে। অলরেড কোচ ইয়ুর্গেন ক্লপ মানের গোলের সেঞ্চুরিতে উচ্ছ্বসিত। এই জার্মান কোচ বলেন, ‘অন্যদের কাছে ১০০ গোল একটা সংখ্যা মাত্র। আমি তার এই অর্জনে দারুণ খুশি। লিভারপুলের মতো দারুণ একটি ক্লাবের জার্সিতে এটা অসাধারণ মাইলফলক। কেননা লিভারপুলের হয়ে মাত্র ১৮ জন ১০০ গোল করতে পেরেছে। এখনকার সময়ে ফুটবলাররা লম্বা সময় কোনো দলে থাকে না। আমি সত্যিই দারুণ খুশি তার সঙ্গে পাঁচ বছর কাজ করতে পেরে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর