বাংলারজমিন
সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২০২১-০৯-২০
সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ায় জয়নাল আবেদীনকে নিয়ে সিলেট জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদ সদস্যদের উদ্যোগে গতকাল দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমনা চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, এডভোকেট মাহফুজুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার আহ্বায়ক কমিটির শামীম আল মামুন মনির, জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান ৩ আমাতুজ জাহুরা রওশীন জেবীন, সদস্য সুষমা সুলতানা রুহী, মো. মতিউর রহমান, মোহাম্মদ শাহানুর, সাজনা সুলতানা হক চৌধুরী, তামান্না আক্তার হেনা, মো. আব্দুল আউয়াল কয়েছ, মো. মুহিবুল হক, লোকন মিয়া, সায়িদ আহমদ সুহেদ প্রমুখ।