× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রংপুর নগরীতে বাড়ছে শব্দ দূষণ

বাংলারজমিন

জাভেদ ইকবাল, রংপুর থেকে
২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার

অবকাঠামো উন্নয়ন কাজে রংপুর নগরীতে বাড়ছে শব্দ দূষণ। শতকরা ৬০ ভাগ শব্দ দূষণ হচ্ছে ভবন নির্মাণ কাজে ব্যবহৃত রড কাটা মেশিন এবং নির্মাণ সামগ্রী ওঠানামা করানোর কাজ থেকে। গতকাল দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এনজিও প্রতিনিধিদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষজ্ঞরা শব্দ দূষণের ভয়াবহতা তুলে ধরেন। কর্মশালায় জানানো হয়, রংপুর নগরীতে ইট ভাঙ্গা মেশিনের মাধ্যমে ৫ দশমিক ৮৮ ভাগ, মিকচার মেশিনের মাধ্যমে ৫ দশমিক ৮৮ ভাগ, পাইলিংয়ের মাধ্যমে ১১ দশমিক ৭৬ ভাগ, রড-থাই কাটা মেশিনের মাধ্যমে ২৯ দশমিক ৪১ ভাগ, ড্রিল মেশিনের মাধ্যমে ৫ দশমিক ৮৮ ভাগ, নির্মাণ সামগ্রী ওঠানো নামানো কাজের মাধ্যমে ২৯ দশমিক ৪১ ভাগ এবং অন্যান্য মাধ্যমে ১১ দশমিক ৭৬ ভাগ শব্দ দূষণ হচ্ছে। পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হুমায়ুন কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ ডাব্লিউ এম রায়হান শাহ্, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. মাযহারুল ইসলাম। কর্মশালায় রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক মোড় পর্যন্ত দেড় কিলোমিটার সড়কক শব্দ দূষণ মুক্ত এলাকা ঘোষণা করা হয়।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর