বাংলারজমিন

দোহারে ছাত্রলীগের মশা নিধন

দোহার (ঢাকা) প্রতিনিধি

২০২১-০৯-২১

ঢাকার দোহার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ডেঙ্গু মশার লার্ভা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়ার বিভিন্ন স্থানে মশক নিধন স্প্রে ছিটানোর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।  উপজেলা ছাত্রলীগের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাকিল আহমেদ, দোহার পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত সহ আরও অনেকে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা ছাত্রলীগ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status