বাংলারজমিন

সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

২০২১-০৯-২১

আগামী বোরো মৌসুমে সরজমিন পরিদর্শন করে ফসল রক্ষা বাঁধের প্রাক্কলন ও বিগত বছরে বাঁধের কাজ অনুযায়ী পিআইসি’র বিল পরিশোধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের আলফাত স্কয়ারে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ঘরে বসে নয়, ক্ষতিগ্রস্ত বাঁধের প্রাক্কলন সরজিমন গিয়ে  তৈরি করতে হবে। ফসল সুরক্ষায় বাঁধের নামে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে সরকারের টাকা লুটপাটের পাঁয়তারা বন্ধের দাবি জানান বক্তারা। বক্তারা অভিযোগ করে বলেন, পাউবো পিআইসি প্রথাকে বিতর্কিত করে আবারো ঠিকাদারি প্রথায় ফিরে যেতে টালবাহনা করছে। পিআইসিতে যাতে কেউ না আসে তার জন্য পরিকল্পিতভাবে তাদের গত বছরের টাকা পরিশোধ করছে না। মানববন্ধনে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু সেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়সহ সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক (সুনামগঞ্জ) একে কুদরত পাশা, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদ নূর আহমেদ, কৃষক বাবলু মিয়া প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status