× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

অবশেষে ব্রাহ্মণবাড়িয়ায় সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার

অবশেষে সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্ল্যান্ট চালু হলো ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে। গতকাল বিকালে এই প্ল্যান্টটির উদ্বোধন করেন সদর সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবির, সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ওয়াহিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ জেলা স্বাস্থ্য কমিটির নেতৃবৃন্দ ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন প্ল্যান্টটি চালু হওয়ায় একসঙ্গে ২৫০ জনকে অক্সিজেনসেবার আওতায় আনা যাবে। সেইসঙ্গে দেয়া যাবে অধিক অক্সিজেন চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাই ফ্লো ন্যাজালের মাধ্যমে অক্সিজেনসেবা। করোনায় আক্রান্তদের অক্সিজেনসেবা নিশ্চিতে দীর্ঘদিন ধরেই এই প্ল্যান্ট চালুর অপেক্ষা করছিলেন ভুক্তভোগীরা। কিন্তু প্ল্যান্ট স্থাপনে অনেক সময় ক্ষেপণ করা হয়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর