দেশ বিদেশ
শাহজাদপুরে হেরোইন ও গাঁজাসহ আটক ৪
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২০২১-০৯-২১
শাহজাদপুর থানা পুলিশ এক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে পৌর এলাকার দারিয়াপুর পশ্চিম পাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র আমিনুল ইসলাম (২৪) , দরগাপাড়া গ্রামের হানিফ মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৯) ৭ গ্রাম হেরোইনসহ এবং একইদিনে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার মৃত মহারাজ মোল্লার শারীরিক প্রতিবন্ধী ছেলে মকুল মোল্লা (৫৫) ও এসমত আলীর ছেলে মিন্টু প্রাং এর কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। থানার ওসি (অপারেশন) আব্দুল মজিদ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল আটককৃত ৪ জনকে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।