বাংলারজমিন

এক চেয়ারম্যানের ওপর আরেক চেয়ারম্যানের হামলা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

২০২১-০৯-২২

চট্টগ্রামের হাটহাজারীতে গুমান মর্দ্দন ইউপি চেয়ারম্যান কর্তৃক ছিপাতলী ইউপি চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ ঊঠেছে। গতকাল দুপুরে হাটহাজারী উপজেলা চত্বরে এ ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানান ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহাসান লাভু। তিনি বলেন, আজকে উপজেলায় শুদ্ধাচার মিটিং ছিল। মিটিংয়ে সকল ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে মুজিবুর রহমান আমার উপর হামলা করে কিল- ঘুষি, চড়-থাপ্পড় মারেন। কেন এই ঘটনাটি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ভাই বর্তমানে তাদের ক্ষমতা আছে, তারা পারবে। ক্ষমতার প্রভাব খাটিয়ে হামলা করেছে আর কি। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে অবগত করেছি। সত্যতা জানতে চাইলে মুজিবুর রহমান ঘটনা অস্বীকার করে বলেন, ঐ রকম কিছু আমাদের মধ্যে হয়নি। এমনিতে প্রকল্প নিয়ে কথা কাটাকাটি হয়েছে। ঈদগাঁ স্কুল নিয়ে কথা হয়েছে। এর বাইরে আর কিছু না। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, দুই ইউপি চেয়ারম্যানের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। গুমান মর্দ্দন ইউপি চেয়ারম্যান নিজের ভুল বুঝতে পেরে ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। আমরা এটা মিটমাট করে দিয়েছি। চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাশেদুল আলম বলেন, ঐ রকম বড় ধরনের কোনো ঘটনা ঘটতে দেয়া হয়নি। আমি ঘটনাটি শুনে দুজনকে আমার অফিসে এনে মিটমাট করে দিয়েছি। আশা করি তাদের মধ্যে আর কোনো ধরনের ভুল বোঝাবুঝি হবে না।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status