খেলা

দুই বছর পর পর বিশ্বকাপ

সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনায় বসছে ফিফা

স্পোর্টস ডেস্ক

২০২১-০৯-২২

২ বছর পরপর বিশ্বকাপ আয়োজন নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ফিফা। আগামী ৩০শে সেপ্টেম্বর এক অনলাইন সম্মেলনে সদস্য দেশগুলোর ফেডারেশনের সঙ্গে এই প্রস্তাবনা নিয়ে আলোচনা করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আন্তর্জাতিক ক্যালেন্ডারকে নতুন করে গোছানোটাই মূলত এই আলোচনার উদ্দেশ্য। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্যালেন্ডারের উন্নতি ও পুনর্গঠন নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত দেখা গেছে। সেপ্টেম্বরের শুরুতে আমরা এ বিষয়ে আলোচনার জন্য ফিফার সব নীতিনির্ধারকসহ সব কনফেডারেশগুলোকে আমন্ত্রন জানিয়েছি। কয়েক সপ্তাহের মধ্যে এ ব্যপারে আলোচনার তারিখ নির্ধারন করা হবে। ৩০শে সেপ্টেম্বর প্রথমবারের অনলাইন সম্মেলনে সদস্য দেশগুলোকে আমন্ত্রন জানানো হয়েছে। গঠনমূলক ও উন্মুক্ত বিতর্কের মাধ্যমে বেশ কিছু মতামত সামনে আসবে বলে আমরা আশাবাদী।’
আর্সেনালের সাবেক ম্যানেজার ও বর্তমানে ফিফা গ্লোবাল ডেভেলপমেন্ট কমিটির প্রধান আর্সেন ওয়েঙ্গার প্রথমবারের মত গত মার্চে দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেন। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ২০২৫-২০২৬ মৌসুম থেকে প্রতি বছর একটি করে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব। এর মধ্যে দুই বছর অন্তর বিশ্বকাপ ও তার মাঝে মাঝে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার মত মহাদেশীয় টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে। ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরিন এরই মধ্যে এই প্রস্তাবের বিরোধীতা করেছেন। তিনি জানান এমন সিদ্ধান্ত নেয়া হলে ইউরোপীয়ান দেশগুলো বিশ্বকাপ বয়কট করতে পারে। দক্ষিণ আমেরিকান কনফেডারেশন কনমেবল বলেছে এই ধরনের প্রকল্পের কোন যৌক্তিকতা নেই। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজন নিয়ে যেকোনো ধরনের সিদ্ধান্ত এ বছরের শেষে চূড়ান্ত করা হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status