খেলা

ফেডকাপ বাস্কেটবলে নৌবাহিনী চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

২০২১-০৯-২৭

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল ধানমণ্ডির বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৬৩-৩৫ পয়েন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) হারায়। বিজয়ী দলের সামসুজ্জামান সোয়েব-২২ ও মিথুন-১৫ পয়েন্ট এবং বিকেএসপির খালেদ মাহমুদ আকাশ- ১৩ ও এমদাদুল হক পিয়াস-১০ পয়েন্ট স্কোর করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাজহারুল হক, ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক একে সরকার উপস্থিত ছিলেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status