× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসিকে হাসপাতাল থেকে পেলের অভিনন্দন

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার

প্রায় মাসখানেক হতে চললো হাসপাতালে ভর্তি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। কোলন টিউমারে অস্ত্রোপচারের পর লম্বা সময় ছিলেন আইসিইউতে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার এখন কিছুটা সুস্থ। তবে এখনো হাসপাতাল থেকে বাড়ি ফেরা হয়নি তার। সুস্থ হয়েই পেলের মনে পড়লো লিওনেল মেসির কথা। গত ১০ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গোল সংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছেন মেসি। লাতিন আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলাদাতা এখন আর্জেন্টাইন সুপারস্টার। বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আন্তর্জাতিক গোলসংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি।
ব্রাজিলের পক্ষে পেলের করা ৭৭ গোলের রেকর্ড ছাড়িয়ে মেসির গোল এখন ৭৯টি। ১০ই সেপ্টেম্বর এই রেকর্ড ভেঙেছিলেন মেসি। তবে পেলে তাকে শুভেচ্ছা জানালেন রোববার। এ দিন রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির একটি ছবি পোস্ট করেন পেলে। সঙ্গে লেখেন, ‘দেরি করে ফেলার জন্য দুঃখিত। আরেকটি রেকর্ড ভাঙায় তোমাকে শুভেচ্ছা জানানোর সুযোগটা হাতছাড়া করতে চাইনি।’ শুধু জাতীয় দল আর্জেন্টিনাই নয়, নতুন ক্লাব পিএসজির হয়ে মেসির সাফল্য কামনা করেন ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে। তিনি আলো লিখেছেন, ‘বল নিয়ে তোমার প্রতিভা মুগ্ধ করার মতো। আশা করি, আমার বন্ধু এমবাপ্পে ও নেইমারের সঙ্গে তুমি আরও সাফল্য পাবে, জিতবে অনেক কিছু।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর