× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ম্যানইউ’র হারের নেপথ্যে গোলরক্ষক মার্টিনেজের স্লেজিং!

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার

এমিলিয়ানো মার্টিনেজ, যিনি কথার বাণে আটকে ফেলেন প্রতিপক্ষের ফুটবলারদের। কোপা আমেরিকার পর আর্জেন্টাইন গোলরক্ষকের স্লেজিংয়ের অজানা নয় কারোর। সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়ার খেলোয়াড়দের বিব্রত করেছেন বিভিন্ন কথায়, তিনটি পেনাল্টি শট ঠেকিয়ে দলকে পৌঁছান ফাইনালে। এবার ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে দেখা গেলো মার্টিনেজের স্লেজিং। প্রচেষ্টা কাজেও দিয়েছে বটে। পয়েন্ট ভাগ বসানোর সহজ সুযোগে পেনাল্টি মিস করেছেন ব্রুনো ফার্নান্দেজ।
গোটা ম্যাচে অ্যাস্টন ভিলার গোলবারের উদ্দেশ্যে ম্যানইউ মোট ২৮টি শট নিলেও কাজের কাজ হয়নি কিছুই। নাটকীয়তার বাকি ছিল শেষাংশের জন্য। ৮৮ মিনিটে কোর্টনি হাউসের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা।
ম্যানইউ পয়েন্টে ভাগা বসানোর সুযোগ পায় ইঞ্জুরি টাইমে। যোগ করা সময়ে পেনাল্টি পায় রেড ডেভিলরা।
সেসময়ই স্লেজিংয়ের মাধ্যমে প্রতিপক্ষকে বিব্রত করার চেষ্টা চালান মার্টিনেজ। ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি নিতে ব্রুনো ফার্নান্দেজকে আহ্বান জানালে স্লেজিং শুরু করেন মার্টিনেজ। রোনালদোকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তুমি পেনাল্টি নাও। তুমি নিচ্ছো না কেনো? তুমি নাও।’ মার্টিনেজের ভাব এমন ছিল যে, পারলে যেনো ফার্নান্দেজের হাত থেকে বল কেড়ে নিয়ে রোনালদোর হাতে তুলে দেন।
স্বাভাবিকভাবেই মার্টিনেজের এসব কথায় রোনালদো-ফার্নান্দেজ দুজনই বিব্রত হচ্ছিলেন। পরে রেফারি মার্টিনেজকে থামিয়ে দেন। শেষ মিনিটের গুরুত্বপূর্ণ সময়ে মার্টিনেজের স্লেজিংয়ে সফলতাও এসেছে। লক্ষ্যেই রাখতে পারেননি ব্রুনো। উড়িয়ে মেরে সহজ সুযোগ নষ্ট করেন পর্তুগিজ স্টার।
পূর্ণ পয়েন্ট অর্জন করে মার্টিনেজ মেতে ওঠেন বাধভাঙা উল্লাসে। গ্যালারির দর্শকদের দিকে তাকিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিও করেন।
এতকিছুর পরও মার্টিনেজকে কিছুই বলেননি রেফারি। অ্যাস্টন ভিলা গোলরক্ষককে হলুদ কার্ড না দেখানোয় অসন্তোষ প্রকাশ করেছেন ম্যানইউ কোচ ওলে গানার সুলশার। তিনি বলেন, ‘আমি ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিলাম না। তবে ও কাজগুলো ঠিক করেনি। আমার মনে হয় ওকে হলুদ কার্ড দেখানো উচিত ছিল।’
গুরুত্বপূর্ণ সুযোগ মিস করে দুঃখ প্রকাশ করেছেন ব্রুনো ফার্নান্দেজ। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেন, ‘পেনাল্টি মিস এবং হারে আমার চেয়ে বেশি হতাশ নয় কেউ। আমি সবসময়ই আমার দায়িত্ব পালন করতে চেষ্টা করি। এমন চাপের মুহূর্তেও আমি ভেঙে পড়ি না। কিন্তু আজকে (শনিবার) আমি ব্যর্থ হয়েছি। এটা থেকে আমি শিক্ষা নিয়েছি।’
গোটা ম্যাচে দাপট দেখিয়েও শেষ মুহূর্তে এমন সুযোগ নষ্ট করায় দলের হারের দায় বর্তাচ্ছে ব্রুনোর ঘাড়ে, মুখোমুখি হচ্ছে তীব্র সমালোচনার। ব্রুনো বলেন, ‘সমালোচনা এবং বিরূপ মন্তব্য ফুটবলেরই অংশ। আমি এটাকে সঙ্গী করেই বাঁচতে শিখেছি; বরং এটি আমাকে আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর